নিজস্ব সংবাদদাতা, বীরভূমঃ খাতাকলমে বিদ্যালয়ে শিক্ষিকা আছে। আছে ছাত্রীও। তাসত্ত্বেও ছাত্রীদের ক্লাস না করে সময় কাটাতে হচ্ছে হইহুল্লোড় করে কিংবা বসে। কারন? কারন বিদ্যালয়ে শিক্ষিকারা অনুপস্থিত। চাঞ্চল্যকর ঘটনাটি দুবরাজপুর ব্লকের অন্তর্গত দুবরাজপুর চক্রের বনহরি জুনিয়র ফর্ গার্ল্স হাই স্কুলের। সরকারি বিদ্যালয়ের এরকম চিত্র চমকে দিয়েছে শিক্ষামহলকে।
{link}
সকাল সকাল স্কুলে এসে বসে থাকলেও ক্লাসে হচ্ছেন কোন পড়াশোনা, নেই শিক্ষিকা। আসলে শিক্ষিকা আছেন, তবে তারা অনুপস্থিত। ফলে ছাত্রীরা ক্লাসে বসেই সময় কাটাচ্ছে। উল্লেখ্য, এই স্কুলে বনহরি, খয়েরবন, চক বলরাম, গুন্ডোবা, পাকুড়িয়া গ্রামের শতাধিক ছাত্রী পড়াশোনা করে। আর এই স্কুলে দুইজন শিক্ষিকা রয়েছেন। কিন্তু আজ কাউকেই কিছু না জানিয়ে দুইজন শিক্ষিকাই অনুপস্থিত। ফলে শিক্ষিকার অভাবে ধুঁকছে এই স্কুল। বিদ্যালয়ে পড়ুয়াদের আসার মূল কারন, পড়াশোনা ও শিক্ষাগ্রহন করা। সেই শিক্ষাপ্রদান করার মানুষই যদি না থাকেন তবে স্কুল চলে কিভাবে। এই কারনেই অভিভাবকরা রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি প্রশ্ন উঠছে বিদ্যালয়ের শিক্ষা ব্যাবস্থা নিয়েও।
{ads}