header banner

১৯শে ডিসেম্বরেই পুরভোট কলকাতায়, ঝুলে রইল হাওড়া পুরভোট

article banner

অবশেষে ঘোষনা সম্পূর্ন হল পুরভোটের দিনক্ষনের। পূর্বে হওয়া আবেদন অনুযাই ১৯ ডিসেম্বর পুরভোট হবে মহানগরী কলকাতায়। সেই ভোটের ভোট গণনা হবে ২১ ডিসেম্বর। আজ অর্থাৎ, বৃহস্পতিবার পুরভোটের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য নির্বাচন কমিশন। অন্যদিকে রাজ্য সরকার হাওড়া ও কলকাতার ভোট একদিনে করতে চাইলেও সেই সিদ্ধান্তে শিলমোহর পড়েনি। কলকাতা পুরসভার বিলে সই করলেও একই সাথে আবেদন করা হাওড়া-বালি পুরসভা বিচ্ছেদের বিলে রাজ্যপাল সই করেননি। তাই হাওড়ায় আপাতত পুরভোট হচ্ছে না বলেই ধরে নিয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা।

{link}
রাজ্য নির্বাচন কমিশনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকেই কলকাতা কর্পোরেশন ভোট বা পুরসভা ভোটের মনোনয়ন পেশের প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। কার্যকর হচ্ছে আদর্শ আচরণ বিধিও। মনোনয়ন পেশ করা যাবে ১ ডিসেম্বর পর্যন্ত । ২ তারিখ স্ক্রটিনি। ৪ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।
উল্লেখযোগ্যভাবে কলকাতার ১৪৪ টি ওয়ার্ডে ভোট হলেও এখনই পুরভোট হচ্ছে না হাওড়া পুরসভায়। কারণ, বালিকে আলাদা পুরসভা করার উদ্যোগ নিয়েছে রাজ্য। কিন্তু রাজ্যপাল জগদীপ ধনকড় এখনও সেই বিলে স্বাক্ষর করেননি। বরং আরও তথ্য চেয়েছেন। তাই হাওড়ায় ভোট করানো সম্ভব হচ্ছে না। নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে দুপুর ১টায় সাংবাদিক বৈঠক করবে কমিশন।

{link}
যার ফলে কলকাতা ও হাওড়ায় একই দিনে ভোট করানোর ইচ্ছে থাকলেও এখনই তা বাস্তবায়িত হচ্ছে না হাওড়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে আজ কিছুটা চিন্তা বাড়ল হাওড়ার রাজনৈতিক নেতৃত্বদের। কলকাতায় ইতিমধ্যেই দ্রুত বেগে ময়দানে নামার প্রস্তুতিও শুরু হয়ে গেছে। যেহেতু বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছে তৃণমূল সেই কারনে অধিকাংশ রজনীতিবিদদের ধারনা তৃণমূল কংগ্রেস জয়লাভ করাটা নিশ্চিত। মূল লড়াই হবে বাম ও বিজেপি শিবিরের মধ্যে দ্বিতীয় স্থানের জন্য। এখন কলকাতা কর্পোরেশনের ভোটের চিত্র ঠিক কিভাবে এগোয় এবং তার পাশাপাশি হাওড়াতেই বা কবে ভোটের দিন ঘোষনা হয়, তাই দেখার বিষয়।
{ads}

news election Corporation Election Kolkata Corporation Howrah Corporation TMC BJP CPIM Congress West Bengal India রাজনীতি সংবাদ

Last Updated :