header banner

লোন দেওয়ার নাম করে ছাত্রছাত্রীদের প্রতারনা, বিধান মার্কেটে সিআইডির হানায় গ্রেপ্তার ৫

article banner

নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার রাতে হঠাতই বিধান মার্কেটের রামকৃষ্ণপল্লীর  প্রথম তল ও দ্বিতলে সিআইডির সাইবার ক্রাইমের হানা। বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু নথি,ল্যাপটপ, প্রিন্টার,ফোন ও প্রচুর পেনড্রাইভ। এর পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে ৫ জন কে। দীর্ঘদিন ধরে লোন দেওয়ার নাম করে এইখান থেকে প্রতারনা করা হতো বলে অভিযোগ। সিআইডির হানা দেওয়ার সময়েও সেই স্থান থেকে বহু যুবক যুবতীদের বের হতে দেখা যায়। যদিও সেখানে কি চলত, সেই প্রশ্ন করা হলে কেউই উত্তর দিতে চাননি।

{link}
সূত্রের খবর,ছাত্রছাত্রীদের কাছে ফোন করে লোন দেবার নাম করে প্ররারণা করতো "পাস এন্টারপ্রাইজ" নামে এই সংস্থা। এই প্রতারণার কাজে তাদের সহযোগিতা করতো বেশ কিছু কর্মীরা। শুক্রবার দুপুর থেকে তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয় এই নথি।এরপর এই অফিস সিল করেন আধিকারিকরা। এদিকে বারাসাত ৩৪ নং জাতীয় সড়ক সংলগ্ন অরবিন্দ পল্লীতে টিস রেটেলস প্রাইভেট লিমিটেড নামক অফিসেও হানা দেয় সিআইডি। সেখানে কর্মীরা পলাতক হলে অফিস সিল করেন আধিকারিকরা। এই ঘটনায় বিপুল উত্তেজনা ছড়িয়েছে সম্পূর্ন এলাকা জুড়ে।
{ads}

news fake companies CID raid Bidhan Market Student Loan Fraud Barasat West Bengal India সংবাদ

Last Updated :