header banner

গতকালের নক্কারজনক ঘটনার প্রতিবাদে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে বিক্ষোভ প্রাক্তন ছাত্রদের

নিজস্ব সংবাদদাতা, নদীয়া: প্রধান শিক্ষক এবং ভূগোল শিক্ষকের মধ্যে মারামারি, যে সংবাদ ঘিরে এখন রীতিমতো উত্তপ্ত রাজ্য। মাত্র ২৪ ঘন্টা আগে ঐতিহ্যবাহী কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে ঘটে যাওয়া দুই জন শিক্ষকের ধস্তাধস্তির ঘটনা সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়তেই তার বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন রাজ্যের সমস্ত মানুষ। এহেন ছবি এর পূর্বে কোন স্কুলে প্রকাশ্যে দেখা গিয়েছিল কি না, সেই নিয়েও রয়েছে বিপুল সন্দেহ। শিক্ষকদের এহেন আচরন থেকে কি শিখবে ছাত্ররা? 

{link}
আজ এই ঘটনারই তীব্র প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার দুপুরে স্কুলের মূল গেটের সামনে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করলেন কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল এ্যলুমিনি অ্যাসোসিয়েশনের সদস্যরা। পাশাপাশি স্কুলের দুই শিক্ষকের নক্কর জনক এই ঘটনায় ১৭৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে আগামী দিনে জাতি শিক্ষার পরিবেশ অপূর্ণ থাকে তারও দাবি তোলা হয়কলেজিয়েট স্কুল এ্যলুমিনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এছাড়াও সম্পূর্ণ ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্তের দাবি তোলেন বিক্ষোভকারীরা। স্কুলে ঘটে যাওয়া এহেন ঘটনা যে একেবারেই গ্রহনযোগ্য নয়, সেটি তাদের কথাতেও স্পষ্ট। 
{ads}

news Krishnanagar Collegiate School Headmaster Geography Teacher protest Alumni Association West Bengal Nadia India সংবাদ নদীয়া

Last Updated :