header banner

ভয়াবহ অগ্নিকান্ড হাওড়ার লিলুয়ায়

article banner

আজ ভোরে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল হাওড়ার লিলুয়ার গোসালায় এন এস রোডের একটি প্লাস্টিক কারখানায় । লিলুয়া গোসালার  এই কারখানায় প্লাস্টিক রিসাইক্লিং ও ওয়্যারিং পাইপ তৈরি হতো বলে স্থানীয় সুত্রে জানা গেছে।

{link}
 দমকলের ৪টি ইঞ্জিন প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।  এখানে প্লাস্টিক রিসাইক্লিং করা হতো বলে জানিয়েছেন স্থানীয়রা।  সূত্র থেকে আরও জানা গিয়েছে রাতে এক শ্রমিক সেখানে থাকলেও তিনি দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে। দমকল সূত্রে জানা গেছে ভোর ৫-৫০ মিনিট নাগাদ তাঁদের কাছে খবর আসে। প্রথমে তিনটি ইঞ্জিন এবং পরে আরও একটি ইঞ্জিন সেখানে পাঠানো হয়। সকাল আটটা নাগাদ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। 
{ads}

news fire firebrigade firepersonnels plastic recycle factory local people Howrah West Bengal India

Last Updated :