গত তিনদিনের টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে মেদিনীপুরের কেশিয়ারি সহ আশপাশের সংলগ্ন একাধিক গ্রামে। জলমগ্ন হয়ে রয়েছে কেশিয়াড়ির বিস্তীর্ণ এলাকা। বিপাকে গ্রামের বাসিন্দারা। কুলবনী থেকে বেনাডিহা হয়ে কেশিয়াড়ি যাওয়ার রাস্তা সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বেনাডিহার কাছেই একটি ব্রিজ তৈরি হলেও ব্রিজের কাজ তা আর সম্পূর্ণ হয়নি। রাস্তার এপার থেকে ওপারে মানুষকে যেতে হচ্ছে একমাত্র অবলম্বন নৌকোয়। অত্যন্ত বিপদজনক ভাবেই নৌকো করে পেরোতে হচ্ছে মালপত্র নিয়ে।
{link}
প্রবল স্রোতের মধ্যে ব্রিজের এপার থেকে ওপারে পারাপার নৌকোতেই। প্রায় ১৫-২০ জন যাত্রী নিয়ে নৌকাটি পারাপার করছে। কেশিয়াড়ী ব্লকের বাঘাস্তি ৫ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার এমন চিত্র দেখা গেল এদিন কুসমি খালের উপর মানুষজনকে যাতায়াত করতে হচ্ছে নৌকো করেই। প্রবল প্রতিকূল অবস্থার মধ্যেও দৈনন্দিন জীবনে চলতে হচ্ছে তাদের।
{link}
স্থানীয়দের কথায় ভাদ্র মাসে আউশ ধান কাটার সময় হয়ে এসেছিল সেই ধান এখন জলের তলায়। ব্যাপক কৃষি জমির ক্ষয়ক্ষতি হয়েছে এলাকাগুলিতে এমনটাই মত স্থানীয়দের। রাস্তা বিচ্ছিন্ন হওয়ার কারণে ঘুরপথে সাঁকরাইল থানা এলাকা দিয়ে ঘুরতে হচ্ছে অনেককে ফলে অসুস্থ রোগী কিংবা ব্যবসার কাজে আসা মানুষকে পড়তে হচ্ছে চরম অসুবিধার মধ্যে। সহ মিলিয়ে যাত্রী পারাপারে দুর্ভোগের চিত্র উঠে এলো এদিন। কবে জল কমবে আর স্বাভাবিক জীবন ফিরতে পারবে মানুষ সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে।
{ads}