header banner

কেমিক্যালকে লবন ভেবে রান্নায় ব্যাবহার, গুরুতর অসুস্থ একই পরিবারের ৯ জন

article banner

নিজস্ব সংবাদদাতা,নদীয়াঃ মাংস খেয়ে বিপত্তি,কারণ মাংসের মধ্যে লবণের বদলে ব্যাবহার করা হয়েছে কেমিক্যাল। সুতো রং করার কাজে ব্যবহৃত কেমিক্যাল নাইট্রিককে লবণ ভেবে করা হল মাংস রান্না। আর সেই মাংস খেয়েই গুরুতর অসুস্থ একই পরিবারের ৯ জন সদস্য। ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার। আশঙ্কাজনক অবস্থায় তাদের সকলকেই হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে তিন জন শিশু ও মহিলা সহ রয়েছেন ৯ জন সদস্য। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। 

{link}
 
স্থানীয় সূত্রের খবর,হরি পুর হাই স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা হলেন তপন সরকার। প্রতিদিনের মতোই দুপুরে রান্না করে প্রত্যেকেই খেয়েছিলেন মাংস ভাত। কিন্তু আজ ভুলবশত সুতোর রং করার কাজে ব্যবহৃত কেমিক্যাল নাইট্রিক কে লবণ ভেবে তরকারিতে দিয়ে ফেলেন। দুপুরে খাওয়ার কিছুক্ষণ পরেই শুরু হয় শারীরিক অসুস্থতা, সঙ্গে তীব্র বমি। এরপরেই বাড়ির সকলের নজরে আসে লবণের জায়গায় দিয়ে ফেলা হয়েছে বিষ জাতীয় নাইট্রিক। সঙ্গেসঙ্গেই সকলকে  শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

{link}

সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি দেখে তৎক্ষণাৎ তিনজনকে কল্যাণী জহরলাল নেহরু হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাদের মধ্যে ২ জন শিশুও রয়েছে। পরে গভীর রাতে আরো একজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ও কল্যাণী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তবে আদৌ কি কারণে তারা অসুস্থ হয়ে পড়লেন সম্পূর্ণ শারীরিক চিকিৎসার পরেই সেটা জানা যাবে।

{ads}

news food health Nadia family fall sick chemical salt West Bengal নদীয়া সংবাদ

Last Updated : 3 years ago