header banner

খাদ্যে বিষক্রিয়া, বসিরহাটে একই পরিবারের একাধিক সদস্য ভর্তি হাসপাতালে

article banner

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনাঃ খাদ্যে বিষক্রিয়া, শিশু মহিলা পুরুষ সহ মোট ১৫ জন টাকি গ্রামীন হাসপাতালে ভর্তি। বসিরহাটের এক নম্বর ব্লকের নিমদরিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের ফতেপুর গ্রামের ঘটনা। বিষয়টিকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়েছে স্থানীয় এলাকার মানুষজনের মধ্যে। খাওয়ার জল নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন অনেকেই। 

{link}
স্থানীয় সূত্রে খবর, একই পরিবারের শিশু, মহিলা ও পুরুষ গতকাল রবিবার দুপুরবেলা ভাত, মাছের ঝোল,সজনে ডাটা, কুমড়ো আলুর তরকারি খেয়েছিলেন। দুপুরে খাওয়ার পর থেকে সন্ধ্যেবেলা থেকে হঠাতই পেটের ব্যাথা, বমি, পায়খানা, মাথার যন্ত্রণা  হতে শুরু করে সকলের। একে একে সকলকে শিশু মহিলা পুরুষ টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক অনুমান খাদ্যে বিষক্রিয়া থেকে ডায়রিয়া আক্রান্ত হয়েছে পরিবারের সদস্যরা। চিকিৎসকরা জানিয়েছেন, ভয়ের কোন কারণ নেই দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন সকলেই, হাসপাতালে চিকিৎসাধিন রোগীদের রক্ত পরীক্ষা স্যালাইনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ওষুধ দেওয়া হচ্ছে। কি থেকে বিষক্রিয়া তাও খতিয়ে দেখা হতে পারে বলে সূত্রের খবর। 
{ads}

news food poison 15 members of a family admitted in Hospital Basirhat West Bengal India সংবাদ

Last Updated :