header banner

কোভিড পরিস্থিতির কারনে কল্পতরু উৎসবে ভক্ত ও দর্শনার্থীদের জন্য রুদ্ধ বেলুড় মঠের দ্বার

article banner

কোভিড পরিস্থিতির কারনে নতুন বছরে শুরুতে ১লা জানুয়ারি থেকে ৪ জানুয়ারি পর্যন্ত ফের ভক্ত ও দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে বেলুড় মঠের দরজা। কোভিড পরিস্থিতিতে অতিরিক্ত ভিড় এড়াতেই ভক্ত ও দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মঠ কর্তৃপক্ষের তরফ থেকে। সোমবার একথা জানিয়েছেন, বেলুড় মঠের সাধারণ সম্পাদক সুবীরানন্দ মহারাজ। পাশাপাশি এদিন বেলুড় মঠের সামাজিক মাধ্যমেও বিজ্ঞপ্তি জারি করে ১ জানুয়ারি ভক্ত ও দর্শনার্থীদের মঠে প্রবেশ বন্ধের কথা জানিয়ে দেওয়া হয়।

{link}
বেলুড় মঠ সূত্রে খবর গত ২৬সে ডিসেম্বর সারদা মায়ের জন্মতিথি উৎসব উপলক্ষে সকালে ও বিকেলে নির্দিষ্ট সময় বেলুড় মঠ খোলা থাকায় প্রায় ৪০ হাজার ভক্ত ও দর্শনার্থীর সমাগম হয়।  কোভিড পরিস্থিতিতে এই ভিড় এড়াতেই আগামী ১ থেকে ৪ জানুয়ারি মঠ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে আগামী ৫ জানুয়ারি থেকে ফের ভক্ত ও দর্শনার্থীদের জন্য খোলা হবে বেলুড় মঠ। নির্দিষ্ট সময় সকাল ৮টা থেকে ১১টা ও বিকেল ৩ টে থেকে ৫টা পর্যন্ত ফের দর্শনার্থীদের জন্য খুলবে বেলুড় মঠ। 

{link}
কোভিড পরিস্থিতির আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছিল মানুষের জীবন, ছন্দ ফিরে পাচ্ছিল বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলিও। একইভাবে ভক্তরা ফিরছিলেন বেলুড় মঠ প্রাঙ্গনে। সারাদিন না হলেও একটি নির্দিষ্ট সময়ের জন্য বেলুড় মঠে প্রবেশের অধিকার দেওয়া হয়েছিল ভক্তবৃন্দদের। মায়ের আবির্ভাব তিথিতে মঠে প্রবেশ করার অনুমতি ও মায়ের দর্শনও পেয়েছিলেন মঠের অনুগামীরা। কিন্তু পরিস্থিতির কারনে কল্পতরু উৎসবে আর প্রবেশ করার সুযোগ মিলবে না রামকৃষ্ণের দ্বারে। তবে ৫ই জানুয়ারির পর ফের আবারও মাঠে প্রবেশ করতে পারবেন ভক্তেরা। 
{ads}

news Howrah Belur Math Ramkrishna Mission Kalpataru Festival Ramkrishna Paramhansadeb covid Belur West Bengal India রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ কল্পতরু উৎসব সংবাদ

Last Updated :