গত দু দিনের টানা বৃষ্টিতে জলমগ্ন হাওড়া পুরসভার ২৫ টি ওয়ার্ড। সব থেকে করুণ অবস্থা পুরসভার ১,২,৩,৫,৯,৮,৫০ নম্বর ওয়ার্ডের । ৯ নম্বর ওয়ার্ড এর বেহারা পাড়া নোনা পাড়া দশরথ ঘোষ লেনার বাশিন্দারা চোরোম ভোগান্তির শিকার হচ্ছেন। এলাকর অধিকাংশো বাড়িতেই ঢুকছে জল। যে কারনে বন্ধ রান্না বান্না। চরমভাবে ব্যাহত স্বাভাবিক জীবন যাত্রা। কার্যত ঘর বন্দি হয়েই থাকতে হচ্ছে এলাকার মানুষ জনকে ।মধ্য হাওড়ার বিধায়ক ও সমবয় দফতরের মন্ত্রী অরূপ রায়ের অনুপ্রেরনায় হাওড়ার দাসনগরের নামি ব্যাবসাই শুভাশিস পালের উদ্যগে আজ দুপুরে জল বন্দি এলাকাতে মানুশের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয় দুপুরের খাবার। যতক্ষণ পর্যন্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে ততদিন প্রত্যেকের বাড়ীতে খাবার পৌঁছে দেওয়া হবে এমনটাই খবর।
{links}
{ads}