header banner

'তৃণমূলে থাকলে সম্মানের সাথে বিদায়ী যাত্রা পেতেন'- জটু লাহিড়ীর মৃত্যু নিয়ে মন্তব্য কল্যাণের

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: মৃত্যুর পরেও জটু লাহিড়ীকে নিয়ে তৃণমূল কংগ্রেস যে রাজনীতি করছে তার তীব্র নিন্দা করল বিজেপি। আজ সকালে রাজনৈতিক পতাকা সরিয়ে মৃত্যুর পর জটু লাহিড়ীকে শ্রদ্ধা জানাতে আসেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ। সেখানেই তিনি বলেন, আজ যদি তিনি তৃণমূলে থাকতেন তাহলে, উনি সম্মানের সঙ্গে বিদায়ী যাত্রা নিতে পারতেন। তার এই মন্তব্যের পরেই মৃত্যুর পরেও রাজনৈতিক বাগযুদ্ধের অংশ হয়ে ওঠেন প্রাক্তন বিধায়ক জটু লাহিড়ী।  

{link}
কল্যাণ ঘোষের এই মন্তব্য সম্পর্কে বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রাই জানান, জটু লাহিড়ীর মতো সিনিয়র নেতাকে নিয়ে মৃত্যুর পর রাজনীতি করা উচিত কাজ নয়। কল্যাণ বাবু- এখানেও রাজনীতি করতে ছাড়লেন না বলেও কটাক্ষ করেন তিনি। এদিন ঘটনার সূত্রপাত জটু লাহিড়ীকে অন্তিম শ্রদ্ধা জানাতে এসে তৃণমূল কংগ্রেসের সদর সভাপতি কল্যাণ ঘোষের একটি মন্তব্য। সেখানে প্রয়াত জটু লাহিড়ী সম্পর্কে কল্যাণ ঘোষ বলেন, 'দু:খের বিষয় উনি কিছু লোকের দ্বারা বিভ্রান্ত হয়ে বিজেপিতে যোগদান করেছিলেন। বিজেপি তাঁকে সেই সম্মান দেয়নি। কিন্তু আমরা মনে করি উনি যদি আমাদের সঙ্গে থাকতেন তাহলে উনি সম্মানের সঙ্গে বিদায়ী যাত্রা নিতে পারতেন।' বিজেপি শেষ দিকে তাকে তার যোগ্য সম্মান দিতে পারেনি, কল্যাণের এই মন্তব্য নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বাংলার রাজনীতি আজ কতোটা কালিমালিপ্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে, তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই ঘটনা। মৃত্যুর পরেও রাজনীতির কালি ছোঁড়াছুঁড়ি থেকে মুক্তি মিলছে না… মানবিকতা শব্দটিই আজ ম্লান মনে হচ্ছে রাজনীতির সম্মুখে। 
{ads}

news Trinamool Congress TMC Howrah Jatu Lahiri Death BJP সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article