header banner

রাজ্যজুড়ে চলছে বেআইনি অস্ত্রের উদ্দেশ্যে তল্লাশি, উদ্ধার হচ্ছে বিপুল পরিমান অস্ত্র

article banner

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনাঃ রামপুরহাটের ঘটনার পরেই মুখ্যমন্ত্রীর নির্দেশে রীতিমত নড়েচড়ে বসে প্রশাসন। আর তাই সারা রাজ্য জুড়ে বেআইনি অস্ত্র উদ্ধারে নেমে পড়েছে পুলিশ। বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকে ও শুরু হয়েছে এই বেআইনি অস্ত্র উদ্ধারের কাজ। কাশীপুর,ভাঙ্গড়,কুলতলি,বাসন্তী,ঘুটিয়ারীশরিফ,বারুইপুরের পর এবার বকুলতলা থেকে এক দুষ্কৃতিকে  আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করে পুলিশ। 

{link}

সূত্রের খবর, এদিন গোপন সূত্রে খবর পেয়ে বকুলতলা থানার ওসি অভিজিৎ পালের নির্দেশে পুলিশের বিশেষ টিম জয়নগর ২ নং ব্লকের বকুলতলা থানার বকুলতলা মোল্লা পাড়া থেকে এবাজুদ্দিন মোল্লা (৫৪)নামে এক দূস্কৃতিকে আগ্নেয়াস্ত্র সহ তার বাড়ির কাছ থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে। অভিযুক্তের কাছ থেকে একটি আধুনিক বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। ধৃতকে  বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে । ইতিমধ্যেই তার বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা রুজু করেছে পুলিশ। প্রশাসন তাকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত চালাতে চায়, তাই সে বিষয়ে আদালতে আবেদন জানাবে এমনটা পুলিশ সূত্রের খবর। এদিকে গতকাল গভীর রাতে নাকা তল্লাশি চলা কালীন দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানায় সন্দেহজনক দুই ব্যাক্তিকে মোটরবাইকে আসতে দেখে আটক করে পুলিশ। নিকটবর্তী মিনাখাঁ থানার পাশে অবস্থিত জীবনতলা থানার সুরিরাইট, বর্গাপাড়া নামক ওই জায়গাটিতে গভীর রাতে ধরা দুই আরোহীকে ধরে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে সিটকভার তুলে উঁকি মারতেই খুঁজে পাওয়া গেল দুটি আগ্নেয়াস্ত্র এবং তিনটি কার্তুজ। ধৃত দুই ব্যাক্তির নাম বাকিবুল্লা মোল্লা (২৮) ও জয়নাল লস্কর (৩৩)। তাদের দু'জনের বাড়িই আমতলা উ: চব্বিশ পরগনায়।

{link}

রামপুরহাটের হত্যালীলার পরেই মুখ্যমন্ত্রীর নির্দেশে আপাতত রাজ্যের পুলিশ বেশ তৎপর। আর এই তৎপরতার কারনেই ফল মিলছে হাতেনাতে। তবে এখন দেখার বিষয় প্রশাসনের এই তৎপরতা কতদিনের জন্য থাকে। এই তৎপরতা রাজ্যের সন্ত্রাস কে কতটা নিয়ন্ত্রণে রাখতে পারে।

{ads}

news Bakultala Baruipur West Bengal illegal weapon সংবাদ রাজ্য

Last Updated :