header banner

জমি সংক্রান্ত বিবাদের জের, অতিরিক্ত মারধরের কারনে নদীয়ায় মৃত্যু বৃদ্ধের

নিজস্ব সংবাদদাতা, নদীয়া: সামান্য জমি সংক্রান্ত বিবাদের জেরে দিনের আলোয় খুন হতে হলো এক বৃদ্ধকে। ঘটনাটি  ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার হরিপুর অঞ্চলের ব্রম্য শাসন এলাকায়।মৃতের নাম কার্তিক সাঁতরা(৬০)। ইতিমধ্যেই এই ঘটনাটিকে কেন্দ্র করে হরিপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

{link}

মৃতের পরিবারের দাবি, হরিপুর এলাকায় কার্তিক বাবুর পনের কাটা জমি আছে যা নিয়ে  বিবাদ দীর্ঘদিনের। এই জমি বিবাদের জেরেই জমিওয়ালাদের হাতে খুন হতে হয় ওই ব্যক্তি কে। সুত্রের খবর,নদীয়ার শান্তিপুর লাগোয়া হরিপুর অঞ্চলের মনসাতলা এলাকার  ঘোষপাড়ার স্থানীয় বাসিন্দা ছিলেন কার্তিক সাঁতরা। গত বৃহস্পতিবার দুপুরে জমি সংক্রান্ত বিবাদের কারণেই কিছু ব্যক্তি কার্তিক বাবুকে মারধর করে।এরপর তাঁকে হরিপুর অঞ্চলের ব্রম্য শাসন এলাকার একটি মাঠে ফেলে রেখে যায় আততায়ীরা। বেশ কিছুক্ষন পর স্থানীয় বাসিন্দারা তাঁকে  উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন এবং বৃহস্পতিবার রাত্রি নটা নাগাদ তার মৃত্যু হয়।

{link}

মৃতের স্ত্রী বেলোকা সাঁতরার অভিযোগ,দুপুর থেকেই কার্তিক বাবু বাড়ি ফেরেনি।সারাদিনের পর সন্ধ্যাবেলায় বেলোকা দেবী দুর্ঘটনার খবর পান এবং তারপরেই তিনি তার চার ছেলেকে নিয়ে ছুটে যান  শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে।  হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বারবার কার্তিক বাবু বলেছেন “শ্যমল ও নীলুর ছেলে তাঁকে খুব মেরেছে।“ বৃহস্পতিবার রাতেই মৃতের পরিবার শান্তিপুর থানার দ্বারস্থ হয়ে  লিখিত অভিযোগ দায়ের করে।ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।তবে অপরাধীরা এখনও পর্যন্ত ধরা পড়েনি।

{ads}

news land dispute old man killed murder crime land Nadia Santipur West Bengal India নদীয়া সংবাদ

Last Updated :

Related Article

Latest Article