header banner

লোকাল ট্রেনের দাবিতে বিক্ষোভ অব্যাহত রাজ্যে

article banner

লোকাল ট্রেন চালানোর দাবিতে বিক্ষোভ অব্যাহত রাজ্যে। স্টাফ স্পেশাল ট্রেনে সাধারণ নিত্যযাত্রীদের উঠতে দিতে হবে, নতুবা লোকাল ট্রেন চালাতে হবে। এই দাবীতে বৃহস্পতিবার সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করলেন নিত্যযাত্রীরা। এদিন সকাল থেকে শিয়ালদহ দক্ষিণ শাখার সোনারপুর, ঘুটিয়ারিশরীফ, বেতবেরিয়া ও মল্লিকপুর স্টেশানে বিক্ষোভ দেখান নিত্যযাত্রীরা। ঘটনার খবর পেয়ে রেল পুলিশ ও স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষোভ হটাতে গেলে পুলিশের সাথে বচসা বাঁধে বিক্ষোভকারীদের। মল্লিকপুর স্টেশানে পুলিশের গাড়ি ভাংচুর করা হয়। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠি চালায়। ঘটনাকে কেন্দ্র করে তিব্র উত্তেজনা ছড়ায় এলাকায়।

{link} 

বুধবার সকালেও সোনারপুর স্টেশানে একই দাবীতে বিক্ষোভ দেখিয়েছিলেন নিত্যযাত্রীরা। দীর্ঘ চার ঘণ্টা ধরে চলেছিল বিক্ষোভ। কিন্তু সমস্যার সমাধান না হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে আবারও শুরু হয় বিক্ষোভ। এদিন অবশ্য সোনারপুর স্টেশানে বিক্ষোভকারীদের দ্রুত সরিয়ে দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করে পুলিশ। কিন্তু শিয়ালদহ দক্ষিণ শাখার অন্যান্য স্টেশানে এদিন সকাল থেকেই নতুন করে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের দাবি সমস্ত অফিস কাছারি খুলে গেলেও ট্রেন চলছে না, ফলে তাঁদের যাতায়াতে সমস্যা বাড়ছে। এই পরিস্থিতিতে শুধু স্টাফ স্পেশাল ট্রেন চালানো যাবে না। হয় সব লোকাল ট্রেন চালাতে হবে, নতুবা স্টাফ স্পেশালে তাঁদেরকে উঠতে দিতে হবে। এদিন সকাল থেকে কোথাও দু ঘণ্টা তো কোথায় তিন ঘণ্টা ট্রেন অবরোধ চলে।

{link}
রাজ্যে জুন মাসের শুরু থেকেই ঘোষনা করা হয়েছিল লকডাউনের। সেই থেকেই রাজ্যে বন্ধ লোকাল ট্রেন চলাচল। যা চলছে তা শুধুই স্টাফ স্পেশাল। কিন্তু অফিস কাচারি খুলে যাওয়ায় পেটের দায়ে উঠতে মানা হওয়া সত্ত্বেও সেই ট্রেনে উঠতে বাধ্য হচ্ছে মানুষ। যার ফলে সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলা। কবে এই পরিস্থিতি থেকে মুক্তি মিলবে মানুষের? মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে বলেছেন আগে রাজ্যকে কোভিড সামলাতে দিন। 


{ads}

local train news tains Sealdah Demonstration West Bengal India covid 19 lockdown খবর লোকাল ট্রেন বিক্ষোভ

Last Updated :