header banner

রাজ্যে ১৫ই অগস্ট পর্যন্ত বৃদ্ধি পেল লকডাউন এর মেয়াদ

article banner

ফের বাড়ানো হচ্ছে  আংশিক লকডাউনের মেয়াদ,এমনটাই জানান্ হল নবান্ন থেকে। কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে এবং তৃতীয় ঢেউ মোকাবিলা করতে, করোনা বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে করা হল ১৫ই অগস্ট পর্যন্ত। আজ, বৃহস্পতিবার সকালে রাজ্য সরকারের তরফ থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। এই দফায়ও বিধিনিষেধে বড়সড় কোনও পরিবর্তন হচ্ছে না বলে জানিয়ে দিয়েছে নবান্ন। তবে এবারও লোকাল ট্রেন চালু হচ্ছে না বোলে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার।


 সরকারি অনুষ্ঠানের ক্ষেত্রে নতুন করে কিছুটা ছাড় অবশ্য দেওয়া হয়েছে। নয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার থেকে কোনও সরকারি অনুষ্ঠান করতে গেলে ৫০ শতাংশের উপস্থিতিতে কোনও ঘেরা জায়গায় তা করতে হবে। এ ছাড়া প্রত্যেক সেক্টরের ক্ষেত্রে যতটা সম্ভব ওয়ার্ক ফ্রম হোম করানোর নির্দেশও দেওয়া হয়েছে। তবে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কার্ফুর ক্ষেত্রে আরও কড়া ব্যবস্থা নিতে চলেছে প্রশাসন।


রাজ্যের  সব জেলার পুলিশ সুপার ও জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নাইট কার্ফুর ক্ষেত্রে আরও কড়া ব্যবস্থা নেওয়া হয়। রাতে যে কোনও গাড়ি চলাচলের ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। মঙ্গলবারই করোনা বিধি নিয়ে জেলাগুলিকে আরও কড়া নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।


 রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত যে কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে, তা অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষ এবং বেশ কিছু হোটেল রেস্তরাঁ মানছে না বলে অভিযোগ। তাই নাকা চেকিংয়ের পাশাপাশি প্রয়োজনে আবগারি দফতরকেও রাস্তায় নামানোর নির্দেশ  দিয়েছে নবান্ন। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রয়োজনে কড়া পদক্ষেপ করার নির্দেশও দেওয়া হয়েছে।
 

news nabanna chief secretary Harikrishna Dwivedi covid corona virus lockdown করোনা ভাইরাস নবান্ন লকডাউন

Last Updated :