header banner

দুর্গাপুরে জঙ্গলে উদ্ধার ব্যাগভর্তি ৫০০ টাকার নোট

article banner

টাকা দেখলে খুশি কে না হয়, কিন্তু কয়েকটি ক্ষেত্রে এখন দুঃখ কিংবা আফশোস ও হয় বটে। জঙ্গলে মিলল ৫০০ টাকার নোট। শয়ে শয়ে টাকা দেখে চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড় হয়েছিল একশো দিনের কাজের কর্মীদের। খবর পেয়ে এলাকায় আসে পুলিশ। তার আগে রাশিকৃত টাকা দেখতে ছুটে আসেন স্থানীয়রা। টাকা ভর্তি ব্যাগ নিয়ে থানায় ফিরে যায় দুর্গাপুর থানার পুলিশ।

{link}
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতোই সোমবার সকালে জঙ্গল পরিষ্কারের কাজে গিয়েছিলেন ১০০ দিনের কাজের কর্মীরা। দুর্গাপুরের সি জোন এলাকায় জঙ্গল পরিষ্কারের সময় একটি ব্যাগ দেখতে পান তাঁরা। ব্যাগ খুলতেই দেখা যায়, শয়ে শয়ে ৫০০ টাকার নোট। নোটগুলি পুরানো ৫০০টাকার। খবর দেওয়া হয় দুর্গাপুর থানায়। পুলিশ গিয়ে উদ্ধার করে টাকা ভর্তি ব্যাগটি। তাতে ৩০ থেকে ৪০ হাজার টাকা ছিল বলে অনুমান। জঙ্গলে টাকার ব্যাগটি কোথা থেকে এল, তা জানতে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।

{link}
উল্লেখ্য বিষয় ২০১৬ সালের ৮ নভেম্বর ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাতারাতি টাকা বাতিলের কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ার জোগাড় হয় আম আদমির। দুর্দশার অন্ত ছিল না সাধারণ মধ্যবিত্তের। তার পর কেটে গিয়েছে এতগুলো বছর। এখন ওই পুরানো টাকা ভর্তি ব্যাগটি কোথা থেকে ওই এলাকায় এল, সেইখানেই দেখা দিয়েছে ধোঁয়াশা। স্থানীয় মানুষের একটা অংশের মতে হয়ত কারুর বেআইনি টাকা হওয়ার কারনেই সেই সময়ে ঐ জঙ্গলে কেউ ফেলে দিয়ে গিয়ে থাকতে পারেন। যদিও সবটাই অনুমান। 
{ads}

news politics Durgapur Rs. 500 Kolkata Howrah West Bengal India সংবাদ

Last Updated :