header banner

হনুমানের অত্যাচারে অতিষ্ট নদীয়ার একাধিক গ্রাম, ভয়ে বাড়ি থেকে বেরোচ্ছেন না গ্রামবাসীরা

article banner

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ হনুমানের অত্যাচারে অতিষ্ঠ গ্রামের মানুষ। সূত্রের খবর গত ১৫  দিন যাবত গাংনাপুর থানার গোপিনগর, অনন্তপুর, শিরীষনগর এই গ্রামগুলিতে চরম অত্যাচার চালাচ্ছে একদল হনুমান। ইতিমধ্যেই হনুমানের কামড়ে আহত হয়েছেন প্রায় ৪০ জন গ্রামবাসী। আহতদের মধ্যে বেশ কয়েকজন রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ প্রশাসন ও বনদপ্তরকে বারবার বলা সত্ত্বেও তাদের তরফ থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ দুর্দশাগ্রস্ত এলাকাবাসীদের।

{link}
এহেন পরিস্থিতিতে মঙ্গলবার সকালে গাংনাপুর থানার সামনে রাজ্যসড়ক অবরোধ করে গ্রামবাসীরা। পরে পুলিশের আশ্বাসে সেই অবরোধ উঠে যায়। গত ১৫ দিন যাবত গাংনাপুর থানার বিস্তীর্ণ অঞ্চলে হনুমানের ভয়ে বাড়ি থেকে বের হতেই পারছেন না সাধারণ মানুষ। রীতিমতো ভয় পাচ্ছেন সকলেই। স্কুলপড়ুয়াদের স্কুলে যাওয়াও মাথায় উঠেছে। ইতিমধ্যেই  গ্রামবাসীদের প্রচেষ্টায় একটি হনুমান ধরা পড়েছে। কিন্তু বাকি হনুমানের এখনো কেউ নাগাল পাওয়া যায়নি। এমনই অবস্থা দাঁড়িয়েছে যে গাংনাপুর বাজারে কেউ বাজার করতেই আসছেন না হনুমানের ভয়ে। যার ফলে বেশ কিছুদিন ধরে ব্যাপক ক্ষতিগ্রস্ত গাংনাপুর বাজারের ব্যবসায়ীরা। কার্যত বলা চলে একাধিক ক্ষেত্রে বিপর্যস্ত সাধারন জনজীবন। 
{ads}

news monkey monkey attacks in villages of Nadia West Bengal Forest Department সংবাদ

Last Updated :