header banner

গভীর রাতে বৃদ্ধার ঘরে ঢুকে গয়না লুঠ করে খুন, মুর্শিদাবাদে চাঞ্চল্যকর ঘটনা

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ - গভীর রাতে ঘরে প্রবেশ করে ছিনতাই করার পর এক বৃদ্ধা কে নৃশংসভাবে খুন করে পালিয়ে গেল আততায়ী।ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতি থানার ডিহিগ্রাম এলাকায়।মৃত ওই বৃদ্ধার নাম মোহরজান বেওয়া। ঘটনার ফলে বৃহস্পতিবার রাত থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

{link}

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ,বৃহস্পতিবার রাতে আততায়ী বাড়ির আসবাবপত্র, টাকা পয়সা , গয়নাগাটি লুট করে এবং ওই বৃদ্ধাকে শ্বাসরোধ করে খুন করে।এরপর সকাল বেলায় মৃতের পরিবারের কান্নাকাটি শুনে এলাকাবাসীরা খুনের কথা জানতে পারেন।ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় সুতি থানার পুলিশ। ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে,তবে এখনও পর্যন্ত পুলিশ এই খুনের কিনারা করতে পারেনি। 

{link}

মৃতের পরিবারসহ স্থানীয় বাসিন্দাদের প্রশাসনের কাছে অভিযোগ, যে বা যারা নিরীহ মোহরজান কে নৃশংস ভাবে খুন করেছে সেই সব অভিযুক্তদের দ্রুত কঠিন শাস্তি দেওয়া হোক।

{ads}

news murder robbery crime Murshidabad old lady jewelry West Bengal India রাজ্য ডাকাতি খুন

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article