রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনার পরিবেশ ছড়াল মুর্শিদাবাদে যেখানে বন্দুক হাতে পরিস্থিতি সামাল দিতে দেখা গেল পুলিশ কর্মীদেরকে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার অন্তরগত রঘুনাথগঞ্জ থানার একটি বেসরকারি নার্সিংহোমে।
যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে গুলি চালানোর প্রয়োজন পড়েনি পুলিশ কর্মীদের। তবে বিক্ষোভকারীদের সামাল দিতে রীতিমতো বন্দুক হাতে নিয়ে একাধিক পুলিশ কর্মীকে দেখা যায় ঘটনাস্থলে। মৃতার পরিবার সূত্রে খবর- গত দিন পাঁচেক আগে পিত্ত থলিতে পাথর সমস্যা নিয়ে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় আকলিমা বিবি নামে বছর তিরিশের এক মহিলাকে।
{links}
বৃহস্পতিবার সেখানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অপারেশন হয় আকলিমা বিবির। পরিবার সদস্যদের অভিযোগ, অপারেশনের পর হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে তাদের জানানো হয় রোগী সুস্থ রয়েছে। এরপর বৃহস্পতিবার ভোর রাতে হঠাৎই আকলিমা বিবির মৃত্যু হয়েছে বলে জানানো হয় হাসপাতালের তরফ থেকে।
স্বাভাবিকভাবে ঘটনা জানাজানি হতেই রীতিমতো উত্তেজিত হয়ে পড়ে মৃতার পরিবার সদস্যরা। সকাল হলে সেই উত্তেজনার পারদ চরমে ওঠে। চিকিৎসা পরিষেবায় গাফিলতির অভিযোগ তুলে ওই নার্সিংহোমে রীতিমতো তান্ডব চালাতে শুরু করে মৃতার আত্মীয়পরিজন। পরিবারের অভিযোগ অপারেশনের পর যদি রোগী সুস্থ থাকে তার কি করে মৃত্যু হতে পারে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ বাহিনী। বেশ কিছুক্ষণ ধরে দুই পক্ষের তর্ক-বিতর্ক চলার পর বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে বন্দুক হাতে পরিস্থিতি সামাল দিতে দেখা যায় পুলিশ কর্মীদের। বর্তমানে সেখানে পরিস্থিতির উপর লক্ষ্য রেখে সুরক্ষার খাতিরে ঘটনাস্থলে মোতায়ন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।
{ads}