header banner

পারিবারিক বচসার জেরে বোমাবাজি, গাজীপুরে মৃত ১ ও একজন আহত অবস্থায় ভর্তি হাসপাতালে

article banner

সুদেষ্ণা মন্ডল , দক্ষিণ ২৪ পরগনা:- দুই পরিবারের বচসা, আর তার জেরে চলল বোমাবাজি। পারিবারিক বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার কুলপির গাজীপুর। দুই পরিবারের মধ্যে বোমাবাজিতে মৃত এক, আহত এক । আহত ব্যক্তির ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

{link}
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাজীপুরের দুই প্রতিবেশী বশিরউদ্দিন পাইক এর সঙ্গে আসমত পাইকের একই জায়গায় বাড়ি করা নিয়ে দীর্ঘদিনের গন্ডগোল ছিল। মঙ্গলবার রাতে পারিবারিক বিবাদ কে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে কুলপির গাজীপুর এলাকা। বুধবার সকালে চলে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ। অভিযোগ সেই সময় বোমা মারে অসমত পাইক ও তার লোকজন। বোমার আঘাতে মৃত্যু হয় কলিমউদ্দিন পাইক নামে এক যুবকের । আহত হন নিজাম উদ্দিন পাইক। আহতকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কুলপি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরপর অবস্থার অবনতি হয় আহতকে ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বোমাবাজিকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে কুলপি থানার বিশাল পুলিশবাহিনী। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কুলপি থানার পুলিশ।

 {link}
এই ঘটনাটিকে কেন্দ্র করে উত্তাপ বৃদ্ধি এবং আতঙ্ক বৃদ্ধি পাওয়ার কারনও বর্তমান। এহেন পারিবারিক বিবাদ নতুন কিছু নয়, এহেন খবর প্রায়সই সামনে আসে, কিছু ঘটনায় প্রবল হাতাহাতি, অস্ত্রের ব্যাবহারের কথাও উঠে আসে। কিন্তু উল্লেখযোগ্যভাবে পারিবারিক বিবাদে বোমার ব্যাবহারের কথাটিই ভাবাচ্ছে পুলিশ সহ সাধারন মানুষকে। 
{ads}

news South 24 Paragana neighbor fight 1 dead West Bengal সংবাদ

Last Updated :