সারা পশ্চিমবঙ্গ জুড়ে সব পেট্রোল পাম্প ৩১ আগস্ট বন্ধের একদিনের ধর্মঘটের প্রায় তিন হাজারেরও বেশি পেট্রোল পাম্প যোগ দেবে বলে সোমবার এক পেট্রোলিয়াম ব্যবসায়ীর সংগঠন জানিয়েছিল। পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোশিশানের ডাকা একদিনের প্রতীকী ধর্মঘটে নাজেহাল সাধারণ মানুষ। মূলত দুটি দাবীতে এই ধর্মঘট ডেকেছে পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোশিশান। পেট্রলে ইথানলের মাত্রা সঠিক রাখতে হবে। ফ্লোমিটারের মাধ্যমে তেল দিতে হবে কমিশন বাড়াতে হবে। এই দুটি দাবীতে ৩১শে আগস্ট ২৪ঘন্টার ধর্মঘট ডাকা হয়েছে।
{link}
সকাল থেকেই হাওড়ার কলকাতা সহ অন্যান্য জেলাতেও বিভিন্ন পেট্রল পাম্পে তেল না পেয়ে ফিরে যাচ্ছেন মানুষ। জরুরী পরিষেবার সাথে যুক্ত গাড়িও তেলের অভাবে কাজ বন্ধ রেখে রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে। কিছুদিন আগেও ধর্মঘট ডাকা হয়েছিল । ধর্মঘট এক ঘন্টার জন্য চলে। সেদিন পেট্রোল বিক্রি বন্ধ রেখে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছিলো। তাতেও কাজ না হওয়ায় এবারে ২৪ঘন্টার ধর্মঘট পালন করা হচ্ছে এমনটাই জানালেন রাজ্যের পেট্রলিয়াম ডিলার্স অ্যাসোশিশানের যুগ্ম সম্পাদক প্রসেনজিৎ সেন। পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি স্নেহাশীষ ভৌমিক বলেছেন, পাম্পগুলি "ক্রয় নয়, বিক্রয় নয়" প্রতিবাদ করছেন।
{ads}