header banner

রাজ্যে পুলিশের বড়ো সাফল্য, ৪৫ টি জেরক্স মেশিন উদ্ধার করতে নেমে হল খুনের কিনারা

নিজস্ব সংবাদদাতাঃ ৪৫টি জেরক্স মেশিন উদ্ধার করতে নেমে ট্রাক ড্রাইভারের খুনের কিনারা করল পুলিশ। যার ফলে রাজ্যে বড়োসড়ো সাফল্য পেল পুলিশ বাহিনী। চেন্নাই থেকে উত্তর ২৪ পরগনার হাবড়ায় আসার পথে ৫১টি জেরক্স মেশিন সহ একটি কন্টেনেটার ছিনতাইয়ের ঘটনার তদন্তে নেমে ডায়মন্ড হারবারের পাটদহ থেকে কন্টেনারের খালাসি সাদ্দাম মোল্লাকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশি জেরায় ধৃত জানিয়েছে, গতকাল ডায়মন্ড হারবারের দেবীপুরের কাছে খাল থেকে উদ্ধার হওয়া মৃতদেহ কন্টেনারের চালক মহম্মদ সাদ্দামের। বিহারের বাসিন্দা চালককে খুন করে জেরক্স মেশিন সহ কন্টেনারটি ছিনতাই করা হয়েছিল। খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। ধৃতকে জেরা করে বিভিন্ন দোকান থেকে ৩০টি জেরক্স মেশিন উদ্ধার করেছে পুলিশ।

{link}

পুলিশ সূত্রের জানা যায়, গত ১২ই জানুয়ারি চেন্নাই থেকে ক্যানন কোম্পানির জেরক্স মেশিনগুলি নিয়ে রওনা দিয়েছিল কন্টেনারটি। আনুমানিক বাজার মূল্য প্রায় ৭৫ লক্ষ টাকা। ১৫ তারিখ দুপুরে কন্টেনারটি হাওড়ার ধূলাগড়ে পৌঁছনোর পর থেকে আরও কোন খোঁজ পাওয়া যায়নি। তারপর কন্টেনারের মালিক ও জেরক্স মেশিনের মালিকরা সাঁকরাইল থানার দারস্থ হয়। এরমধ্যে গত মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার সুন্দরন পুলিশ জেলার হারুডপয়েন্ট কোস্টাল থানার আনন্দনগরের আরিফ সেখের বাড়ি থেকে উদ্ধার হয় ৪টি জেরক্স মেশিন। এরপর সুন্দরবন পুলিশ জেলা একটি দল তৈরী করে তদন্তে নামে। তদন্তে নেমে ডায়মন্ড হারবার পুলিশ জেলার রামনগর থানার ভাদুড়া থেকে লুট হওয়া কন্টেনারটি উদ্ধার করেছে। এছাড়া উদ্ধার হয় আরও ১৭টি জেরস্ক মেশিন। ধৃত আরিফ সেখকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে চালকের দেহ উদ্ধারের পাশাপাশি খালাসির সন্ধান পায়। এই বিষয়ে এখনও বিস্তারিত তদন্ত চাল্লাচ্ছে পুলিশ। 
{ads}

news police xrox machine murder crime mystery solved West Bengal India রাজ্য সংবাদ

Last Updated :