header banner

অবাধ ও শান্তিপূর্ন নির্বাচনের দাবিতে পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ কংগ্রেসের

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ ইতিমধ্যেই ২৮ জন প্রার্থীর মধ্যে ২ জন প্রার্থী দুষ্কৃতিদের আতঙ্কে প্রার্থীপদ প্রত্যাহার করেছেন। বাকি ২৬ জন প্রার্থী আশ্রয় নিয়েছেন কংগ্রেসের পার্টি অফিসে। কংগ্রেস প্রার্থীদের উপর অত্যাচারের প্রতিবাদে, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে কংগ্রেস প্রার্থীদের নিয়ে জেলা পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ মিছিল অধীরের। 

{link}
শনিবার দুপুরে জেলা কংগ্রেস কার্যালয় থেকে বহরমপুর পৌরসভার কংগ্রেস প্রার্থীদের নিয়ে জেলা পুলিশ সুপারের অফিসের উদ্দেশ্য রওনা দেন অধীর বাবু। সেখানে জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে গেলে তাকে বাঁধাদেয় পুলিশ কর্মীরা। অধীর চৌধুরী তার কর্মীদের নিয়ে জেলা পুলিশ সুপারের অফিসের সামনে বসে পড়েন। পরে জেলা পুলিশ সুপারের অনুমতি পেয়ে কংগ্রেস প্রার্থীদের নিয়ে পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন। এদিন অধীর বাবু বলেন, তিনি জেলা পুলিশ সুপারকে জানিয়েছেন, যারা এলাকায় এলাকায় সন্ত্রাস চালাচ্ছে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে অবিলম্বে পুলিসকে ব্যবস্থা নিতে হবে। পৌরসভার নির্বাচন শান্তিপূর্ণ করতে হবে। জেলা পুলিশ সুপার অধীর বাবুর অভিযোগ এবং প্রার্থীদের অভিযোগ শুনেছেন এবং ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। নির্বাচনের পূর্বে উত্তাপ বাড়ছে মুর্শিদাবাদ বহরমপুরে। নিজেদের পুরোনো গড় কি ফিরে পাবে কংগ্রেস? 

{ads}
 

news politics Adhir Ranjan Chowdhury Congress election corporation election West Bengal Murshidabad India রাজনীতি নির্বাচন সংবাদ

Last Updated :