header banner

ভবানীপুরে উপনির্বাচনে মমতার বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে না কংগ্রেস?

article banner

গতকাল ঘোষণা হয়েছে নির্বাচনের সুচি।৩০ সেপ্টেম্বর হবে কলকাতার ভবানীপুরের উপনির্বাচন।ভবানীপুরে তৃণমূলের প্রার্থী হচ্ছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। সেখানে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে না কংগ্রেস। আজ, রবিবার এমনই জল্পনা ছড়িয়েছে রাজ্যজুড়ে। এমনই এক ইঙ্গিত প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর মন্তব্যে। তিনি জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী দেওয়ার পক্ষে নন তিনি। কংগ্রেসের একটি সূত্রের খবর, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী না দিয়ে তৃণমূল নেত্রীকে একটি বার্তা দিতে চান কংগ্রেস হাইকমান্ড।   

{link}
মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রেও ভোট হবে ওই দিনেই। একুশের বিধানসভা নির্বাচনে চোখ ধাঁধানো ফল করে তৃণমূল। তবে নন্দীগ্রামে ‘হেরে’ যান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই নির্বাচনে মমতার প্রধান প্রতিপক্ষ ছিলেন তাঁরই পূর্বতন সতীর্থ বিজেপির শুভেন্দু অধিকারী। হাজার দুয়েক ভোটে হেরে যান মমতা। ভোটের ফলে সন্তুষ্ট না হয়ে আদালতের শরণ নেন তিনি। কলকাতা হাইকোর্টে বিচার চলছে ওই মামলার। সেই কারণেই ভবানীপুর কেন্দ্রে দাঁড়িয়ে জিততে চাইছেন মুখ্যমন্ত্রী।

{link}
ভবানীপুর মুখ্যমন্ত্রীর পুরানো কেন্দ্র এবং তার বাড়ির উঠোনও বলা যেতে পারে। তাই এই আসনে তাঁর জয় একপ্রকার নিশ্চিত। তবুও তাঁর বিরুদ্ধে প্রার্থী দেবে বাম সহ একাধিক দল। যদিও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী দিতে রাজি নন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। অধীর বলেন, আমি ভবানীপুরে প্রার্থী না দেওয়ার পক্ষে মত পোষণ করেছিলাম। এখনও আমি নিজে প্রার্থী না দেওয়ার পক্ষেই। তবে প্রার্থী দেওয়া হবে কিনা, তা তো শুধু আমার ব্যক্তিগত মতের ওপর নির্ভর করবে না। অন্য নেতাদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। হাইকমান্ডের মতও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

{link}
সূত্রের খবর, কংগ্রেস হাইকমান্ড সোনিয়া গান্ধি নিজেও মমতার বিরুদ্ধে প্রার্থী দিতে আগ্রহী নন। তার কারণ ইতিমধ্যেই দানা বাঁধতে শুরু করেছে আগামী ২০২৪এর লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী বিভিন্ন দলের জোট সরকারের সম্ভাবনা। এ বিষয় নিয়েই মাসখানেক আগে দিল্লি গিয়ে সোনিয়া-রাহুলের সঙ্গে বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্ধোপাধ্যায়। তাহলে কি এই জোটেরর সম্ভবনা নিয়ে এগোতে চেয়ে মমতা বন্ধোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে না কংগ্রেস? রাজনৈতিক মহলের মতে, সেই সম্ভাবনা অঙ্কুরেই বিনষ্ট হোক, তা চাইছেন না সোনিয়া স্বয়ং।
{ads}

news politics Adhir Ranjan Chowdhury Election Bhawanipur trinamul TMC BJP Chief Minister Sonia Gandhi Nandigram high court rumour

Last Updated :