দরজার কড়া নাড়োছে পুরভোট। একদিকে যখন শাসক শিবির ইতিমধ্যেই প্রায় প্রচারে ঝড় তুলে দিয়েছে, অন্যদিকে প্রচারের ময়দানে প্রায় খুঁজেই পাওয়া যাচ্ছে না গেরুয়া শিবিরকে। কোথায় প্রাচার, কোথায় তার ঝড়? তবে কি লড়াই না করেই আসন শাসক শিনিরের হাতে তুলে দেবেন তারা? প্রশ্ন উঠছিল বেশ কয়েকদিন ধরেই। কিন্তু আর সময় অপচয় নয়, এবার প্রচারে কোমর বেঁধে প্রচারে নামবে গেরুয়া শিবির। কলকাতা পুরসভার ভোটে বিজেপির হয়ে প্রচারে আসবেন দিল্লির একঝাঁক নেতা। এদিন পুরভোটের তারকা প্রচারকের তালিকা প্রকাশ করেছে বিজেপি। যা দেখে হাসির হররা বিরোধী শিবিরে। এক ধাক্কায় অনেকটা উজ্জীবিত হয়ে উঠছেন কর্মীরাও।
{link}
বিধানসভা নির্বাচনে হার হয়েছে। এবার পুরসভায় যাতে মুখ রক্ষা হয়, সেজন্য ফের একবার কোমর কষে নামছেন বিজেপি নেতৃত্ব। পুরভোটে ২০ জন তারকা প্রচারকের তালিকা প্রকাশ করেছে বিজেপি। এঁদের মধ্যে রয়েছেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রমুখ। রাজ্যের সহ পর্যবেক্ষক অমিত মালব্য, কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার, শান্তনু ঠাকুর, স্মৃতি ইরানি, গিরিরাজ সিংও রয়েছেন। সাংসদ অর্জুন সিং, রামকৃপাল যাদব, লকেট চট্টোপাধ্যায়, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, এসএস সিং আলুওয়ালিয়াও রয়েছেন। মনোজ তিওয়ারি, দীনেশ ত্রিবেদী, মাফুজা খাতুন, অগ্নিমত্রা পাল, অনির্বাণ গাঙ্গুলি, রাহুল সিনহা, শমীক ভট্টাচার্যও রয়েছেন তারকা প্রচারকের তালিকায়।
তালিকার দিকে এক ঝলক তাকালেই বোঝা যাবে রাজ্যের চেয়ে দিল্লির নেতাদেরই ভিড় বেশি। একুশের বিধানসভা নির্বাচনেও এঁদের অনেকেই ছিলেন প্রচারকের তালিকায়। তাকেই হাতিয়ার করেছিলেন তৃণমূল নেতারা। ‘বহিরাগত’ তকমা সেঁটে দিয়ে ব্যাপক প্রচার করেন তাঁরা। ফলও ফলে হাতে নাতে। বিপুল জনাদেশ নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফেরে তৃণমূল। একুশের ভোটে দিল্লির নেতাদের পাশাপাশি ছিলেন কলকাতার বেশ কয়েকজন তারকাও। এঁদের মধ্যে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, হিরণ চট্টোপাধ্যায়, মিঠুন চক্রবর্তীও ছিলেন। শ্রাবন্তী বিজেপি ছেড়ে আপাতত তৃণমূলের আশ্রয়ে। আর ভোটের ফল প্রকাশের পর থেকে এ রাজ্যে মিঠুনের টিকিটিও দেখা যায়নি। পুরভোটে এঁদের মতো ক্রাউড পুলার কেউ নেই।
{link}
এখন দেখার, যে আদৌ কি বিধানসভা নির্বাচনের ন্যায় প্রচারে ঝড় দেখা যাবে কলকাতা পুরসভা নির্বাচনেও? সেই প্রচারপর্ব শেষে লড়াইয়ে কিরূপ প্রভাব ফেলবে ভোটের ব্যালটে? দিল্লির নেতাদের দিয়ে কলকাতা পুরসভার দখল নেওয়া সম্ভবপর করার লক্ষ্যেই নামবেন পদ্মের সৈনিকেরা।
{ads}