header banner

রাজ্যের সবকটি পুরসভায় এক সঙ্গে ভোট করানোর দাবিতে সরব রাজ্য বিজেপি নেতৃত্ব

article banner

একুশের নির্বাচনে জয়ী হওয়া দুটি আসনও খোয়া গেছে উপনির্বাচনে। যে ফলাফলে চারে চার পেয়েছে তৃণমূল, অন্যদিকে বিজেপির প্রাপ্তি শুন্য। সেই কারনেই রাজ্যের চার উপনির্বাচনের ফল চোখ খুলে দিয়েছে বিজেপির। তাই রাজ্যের সবকটি পুরসভায় এক সঙ্গে ভোট করানোর দাবিতে সরব হলেন বিজেপি নেতৃত্ব। অন্তত তা সম্ভব না হলে গণনাটা একই দিনে করার দাবি তুলেছেন তাঁরা। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের হাতে এ সংক্রান্ত দাবিসনদও তুলে দিয়েছেন বিজেপি নেতৃত্ব।


১৯শে ডিসেম্বর রাজ্যের হাওড়া ও কলকাতা পুরনিগমের ভোট। বাকি ১১৪টি পুরসভায় ভোট হবে পরে। সোমবার এই পুরসভাগুলির ভোট এক সঙ্গে করানোর দাবি তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সাংবাদিক বৈঠক করে হুঁশিয়ারি দেন, রাজ্যের সবকটি পুরসভার বকেয়া ভোট এক সঙ্গে না হলে মামলা করা হবে। 

{link}
২০১৮ সালের পর থেকে স্থগিত রয়েছে রাজ্যের বিভিন্ন পুরসভার ভোট। সম্প্রতি কলকাতা ও হাওড়া পুরনিগমের ভোট করতে চেয়ে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে নবান্ন। সেই সূত্রেই জানা গিয়েছে, ভোট হতে পারে ১৯ ডিসেম্বর। বিজেপির প্রশ্ন, কলকাতা ও হাওড়া পুরনিগমের ভোট হবে। অথচ বাকি থেকে যাবে শতাধিক পুরসভার ভোট। কেন? তিনি বলেন, আমরা চাই, এক সঙ্গে ভোট হোক রাজ্যের সব পুরসভায়। সেই দাবি নিয়েই আমরা দ্বারস্থ হয়েছি রাজ্য নির্বাচন কমিশনের। 


কী কারণে এক সঙ্গে সব পুরসভার ভোট চেয়েছেন বিজেপি নেতৃত্ব? বিজেপির একটি সূত্রের খবর, উপনির্বাচনে দিনহাটার উদয়ন গুহের ফল চোখ খুলে দিয়েছে পদ্ম শিবিরের। একুশের বিধানসভা ভোটে যে আসনে উদয়ন হেরেছিলেন ৫৬ ভোটে, উপনির্বাচনে সেখানেই তিনি জেতেন দেড় লাখেরও বেশি ভোটে। এখানেই রহস্যের গন্ধ পাচ্ছে গেরুয়া শিবির। সেই কারণেই বকেয়া সব পুরসভার ভোট তারা করাতে চাইছে একসঙ্গে।

{link}
যদিও এখনও পর্যন্ত কিছুই সম্পূর্ন ঠিকঠাক হয়ে ওঠেনি। শুধু হাওড়া কলকাতার পুরসভাগুলি নাকি তার সাথে সকল পুরসভার ভোট একসাথে হয় তাই দেখার বিষয় হবে। তবে এই নিয়ে একটি বৃহৎ রাজনৈতিক তরজা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারনা করছেন রাজ্যের একটা অংশের মানুষ। কি হয় শেষ পর্যন্ত, তাই এখন দেখার বিষয়। 
{ads}

news politics BJP Dilip Ghosh Sukanta Majumder TMC Mamata Banerjee election corporation election West Bengal India রাজনীতি নির্বাচন সংবাদ

Last Updated :