header banner

রাজ্যে ঘুরে দাঁড়াতে মরিয়া বিজেপি, ২৯শে জুন বৈঠক শীর্ষ নেতৃত্বের

article banner

একুশের বিধানসভা নির্বাচনে বাংলা জয়ের স্বপ্ন হয়েছে ভূপতিত। সামনে এগিয়ে আসছে ২০২৪-এর লোকসভার ভোট। তার আগে রাজ্যের গেরুয়া শিবির যাতে ঘুরে দাঁড়াতে পারে, সেজন্য সংগঠনে বদল আনতে চলেছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। সেই বিষয়কে ঘিরেই আগামী ২৯ জুন হবে বৈঠক। সেখানেই সম্ভাবনা রয়েছে পদ বদল হওয়ার। এর পাশাপাশি হারের কারণ নিয়ে আলোচনা- পর্যালোচনা হওয়ারও সম্ভাবনা রয়েছে।

{link}
লোকসভা নির্বাচনে ব্যাপক সাফল্য পাওয়ার পর বিধানসভা নির্বাচনে নবান্ন দখলের স্বপ্ন দেখতে শুরু করেন গেরুয়া নেতৃত্ব। তার পরেই জোর কদমে নবান্ন দখলে ঝাঁপিয়ে পড়েন বিজেপি নেতৃত্ব। এই সময় তৃণমূল ছেড়ে দলে দলে লোকজন যোগ দেন বিজেপিতে। এঁদের অনেককেই বাড়তি গুরুত্ব দিতে শুরু করেন গেরুয়া নেতৃত্ব। প্রার্থী হওয়ার ক্ষেত্রেও এঁদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়। স্বাভাবিকভাবেই দলের পুরানো সদস্যরা নিষ্ক্রিয় হয়ে পড়েন। দলের আদি সদস্যদের এই বসে যাওয়ার কুফল ফলতে দেরি হয়নি। বিধানসভা নির্বাচনের ফল বেরলে দেখা যায় গোহারা হেরেছে বিজেপি। অথচ দলের লক্ষ্যমাত্রা ছিল ২০০ আসন।

{link}
এর পর একাধিকবার বৈঠক হয়েছে। তবে সেসব বৈঠকে হারের কারণ নিয়ে উচ্চবাচ্য হয়নি বিশেষ। গেরুয়া শিবির সূত্রে খবর, দলের ফলে হতাশ শীর্ষ নেতৃত্ব। সেজন্য সংগঠনে রদবদল করতে চাইছেন তাঁরা। ২৯ জুন হবে সভা। ওই সভায় উপস্থিত থাকবেন দলের হেভিওয়েট নেতারা। ভার্চুয়ালি উপস্থিত থাকবেন জেপি নাড্ডাও। সেখানেই আলোচনা হবে হারের কারণ নিয়ে। কোমর কষে ঝাঁপিয়ে পড়েও কী কারণে দলের এই হাল, তার চুলচেরা বিশ্লেষণও হবে। সেই সঙ্গে হতে পারে সাংগঠনিক রদবদলও। এছাড়াও সামনে এগিয়ে আসছে ২৪-এর লোকসভা নির্বাচন সেই দিকেও দিল্লির মসনদ ধরে রাখার জন্য বিশেষ লক্ষ্য থাকবে বিজেপির। শেষবার লোকসভায় ভালো ফল করেছিল পদ্মের শিবির, সেই ফলাফল কি এইবারেও ফিরিয়ে আনতে পারবে তারা? 
{ads}

news politics BJP TMC BJP West Bengal JP Nadda Amit Shah Narendra Modi সংবাদ রাজনীতি

Last Updated :