header banner

বিজেপির দুয়ারে সরকার বিরোধী কটাক্ষর জবাব দিলেন ফিরহাদ হাকিম

article banner

 শুরু হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার প্রকল্প। রাজ্য সরকারের দুয়ারে সরকার প্রকল্পের এক অনুষ্ঠানে আজ চেতলা বয়েজ স্কুলে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক তথা রাজ্যের পরিবহন তথা আবাসন মন্ত্রী ফিরহাদ হাকিম। সেখান থেকেই  তিনি এদিন  উপস্থিত থেকে বিরোধী শিবিরকে একহাত নেন। গত কিছুদিন ধরেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ  দুয়ারে সকার নিয়ে রাজ্যকে কটাক্ষ করেছেন। তার সাথে অন্যান্য রাজনৈতিক দলও দুয়ারে সরকারকে নিয়ে বরাবরই কটাক্ষ করে চলেছে। 

{link}
তারই প্রত্যুত্তরে দিলেন এদিন ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন বিজেপি তথা বিরোধী শিবিরের পায়ের তলায় মাটি সরে গিয়েছে। তাই দুয়ারে সরকারকে নিয়ে কটাক্ষ করছে। তৃণমূল সরকারের আগে কোন সরকার এমন কাজ করেনি বলেও দাবি করলেন ফিরহাদ হাকিম। মানুষের স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন জনহিতকর কাজ করেছেন বলে তিনি জানান। আসলে বিজেপি তৃণমূল শিবিরকে ভয় পাচ্ছে। তারা আর কোনদিন তাদের স্থানে ফিরে আসতে পারবে না। নিজেদের আত্মবিশ্বাসের অভাব দেখা দিয়েছে। সেই জন্যেই এমন কটাক্ষ করছেন বিরোধী পক্ষ, বলে উত্তর দিয়েছেন ফিরহাদ হাকিম ।

{link}
এর পাশাপাশি এদিন সকাল বেলা দিলীপ ঘোষ বেশ কতগুলি বিষয় তুলে ধরেন। তারও পাল্টা জবাব দিয়েছেন ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন বিশ্বভারতী কে রাজনীতির আখড়া করে তুলেছে বিজেপি। তারাই শিক্ষাঙ্গনকে রাজনীতির পীঠস্থান করে তুলেছে। গত 11 বছরের বিশ্বভারতী তে কোন রাজনৈতিক হস্তক্ষেপ হয়নি। বিজেপি এমন সব লোকজন নিয়ে আসছে যার ফলে সেখানে রাজনীতির হস্তক্ষেপ হচ্ছে বলেও জানিয়েছেন ফিরহাদ হাকিম। অন্যদিকে দুয়ারে সরকারকে নিয়ে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। দুয়ারে সরকারে মানুষ লাইন দিচ্ছেন ।অনেকে পদপৃষ্ট হয়ে মারা গিয়েছেন ।লাইনে দাড়াতে এসে সামাজিক দূরত্ব বজায় থাকছে না। 

{link}
সে প্রশ্নের উত্তরে ফিরহাদ হাকিম জানিয়েছেন লক্ষীর ভান্ডার এমন এক প্রকল্প যার মাধ্যমে বাংলার মহিলাদের অনেক সাহায্য হচ্ছে ।বিরোধী শিবির তা সহ্য করতে পারছে না। বলে মন্তব্য করলেন ফিরহাদ। অন্যদিকে উপ নির্বাচন নিয়ে বরাবরই বিরোধী শিবির রাজ্য সরকারকে কটাক্ষ করে চলেছে। এদিন তার উত্তরও দেন ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন বিধানসভা নির্বাচনের সময় 8 দফায় ভোট কেন হয়েছে। সেই সময় প্রত্যেক সপ্তাহে সপ্তাহে নরেন্দ্র মোদী ,অমিত শাহ প্রত্যেকে পাড়ায় পাড়ায় এসে মিটিং মিছিল করেছেন ।সেই সময় করোনার প্রকোপ ছড়ায়নি? সেই সময় বাংলায় ৩০০০০ গড়ে করোনার সংক্রমণ ছিল। তাই এখন যখন উপনির্বাচনের কথা হচ্ছে এবং যেখানে করোনা বিধি মেনে উপনির্বাচন করার কথা হচ্ছে। তখন বিরোধী শিবিরের কেন এত সমস্যা হচ্ছে। আসলে বিজেপি ভয় পেয়েছে। তারা আর নিজের স্থানে ফিরে আসতে পারবে না বলে এমন কাজ করছে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম।
{ads}

news politics BJP TMC Dilip Ghosh Firhad Hakim Chetla Duare Sarkar government West Bengal India Kolkata Mamata Banerjee

Last Updated :