header banner

লকেটের লকেটে কি ঘাসফুল?

article banner

কয়েকদিন পুর্বে অপ্রত্যাশিত ভাবে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন প্রাক্তন কেন্ত্রিয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। এবার কি বিজেপি ছাড়ছেন লকেট চট্টোপাধ্যায়? আজ, বৃহস্পতিবার দিনভর রাজ্য রাজনীতি জুড়ে চলল এই চর্চাই। কারণ ভবানীপুর উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করতে বেরিয়েছিলেন ফিরহাদ হাকিম। তখনই তিনি জানান, বিজেপি ছেড়ে আরও বড় নাম তৃণমূলে আসছেন। যদিও লকেটের ঘনিষ্ঠ মহলের দাবি, এমন কোনও সম্ভাবনাই নেই।  

 {link}
মাস দুয়েক আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন মুকুল রায়। মন্ত্রিত্ব খুইয়ে এক রাশ ক্ষোভ উগরে জোড়াফুল আঁকা উত্তরীয় গলায় পরেছেন বিজেপি নেতা বাবুল সুপ্রিয়। এঁদের চেয়েও বড় নেতা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন বলে দাবি ফিরহাদের। 

{link}
চলতি মাসের ৩০ তারিখে উপনির্বাচন হচ্ছে ভবানীপুরে। ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপ্রে বিজেপির প্রার্থী আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। আর কাস্তে হাতুড়ি চিহ্নে লড়ছেন সিপিএমের তরুণ আইনজীবী শ্রীজীব বিশ্বাস। এদিন তৃণমূলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে গিয়েছিলেন ফিরহাদ হাকিম। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আগামিদিনে আরও বড় নাম বিজেপি ছেড়ে তৃণমূলে আসবে। এমন একজন যোগ দেবেন, যার কথা বিজেপি ভাবতেও পারছে না। তিনি আরও বলেন, যে বড় নেতার কথা বলছি, তিনি আগে কখনও তৃণমূলে ছিলেন না। তিনি বিজেপিরই লোক। 

{link}
দিন কয়েক আগে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন বিজেপি নেত্রী সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তারপরেই দাবানলের মতো খবর ছড়িয়ে পড়ে, তৃণমূলে যোগ দিচ্ছেন লকেট। সে গুঞ্জনে ইতি টেনে দেন নেত্রী স্বয়ং। এদিন ফিরহাদের কথায় সেই জল্পনাই ফের অক্সিজেন পেল বলেই ধারণা রাজনৈতিক মহলের। এখন সময়েই বলবে কোন বড় নাম বিজেপি ছেড়ে যোগ দেবে ঘাসফুল শিবিরে।
{ads}

news politics BJP TMC Locket Chatterjee Babul Supriyo Mamata Banerjee Abhishek Banerjee Dilip Ghosh Bhawanipur West Bengal India

Last Updated :