header banner

মুকুল রায়কে পিএসই-র চেয়ারম্যান পদে বসানোর প্রতিবাদে রাজ্যপালের দ্বারস্থ হচ্ছে বিজেপি

article banner

পাবলিক অ্যাকউন্টস কমিটি(পিএসি)র চেয়ারম্যান পদে বসানো হয়েছে তৃণমূলের মুকুল রায়কে। আর এই ঘোষনা হওয়ার পর থেকেই বেঁকে বসেছে রাজ্যের বিরোধী শিবির। এবং শেষ পর্যন্ত এর প্রতিবাদে রাজ্যপালের দ্বারস্থ হচ্ছেন বিজেপি নেতৃত্ব। সূত্রের মারফৎ যা জানা যাচ্ছে, মঙ্গলবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে জনা পাঁচেক বিধায়ক রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করে এ ব্যাপারে অভিযোগ জানাবেন। মুকুল রায় তৃণমূলে ফিরে যাওয়ায় যে পদ্ম শিবির বেজায় চটেছে সে কথা স্পষ্ট। 

{link}
বিধানসভার বিভিন্ন কমিটির মধ্যে গুরুত্বপূর্ণ পিএসি। সরকারের খরচখরচার হিসেব রাখে এই কমিটি। প্রথা অনুযায়ী, এই কমিটির চেয়ারম্যান পদে বসেন বিরোধীদের মনোনীত কেউ। এবার স্পিকার এই পদে বেছে নিয়েছেন মুকুল রায়কে। একুশের নির্বাচনে পদ্ম প্রতীকে দাঁড়িয়ে কৃষ্ণনগর উত্তরের বিধায়ক হয়েছেন মুকুল। সপ্তাহ দুয়েক আগে ছেলে শুভ্রাংশুকে নিয়ে তিনি ফিরে যান তাঁর পুরানো দল তৃণমূলে। যদিও বিধায়ক পদে ইস্তফা দেননি। তাই খাতায় কলমে মুকুল তৃণমূলেরই। মুখ্যমন্ত্রী দিন কয়েক আগে বলেওছেন  সেকথা। এই যুক্তিতেই পিএসির চেয়ারম্যান পদে মুকুলকে বসিয়ে দেওয়া হয়। 


এর বিরুদ্ধেই তিব্র বিরোধীতার সুর চড়িয়েছেন বিজেপি নেতৃত্ব। তাঁদের বক্তব্য, পদ্ম প্রতীকে জিতলেও, মুকুল প্রকাশ্যে যোগ দিয়েছেন তৃণমূলে। তাই মুকুল তৃণমূলেরই। সেই কারণেই পিএসি পদে তাঁর মনোনয়ন অবৈধ। ২০১৬ সালে বাম-কংগ্রেস জোট পিএসির চেয়ারম্যান পদে সুজন চক্রবর্তীর নাম প্রস্তাব করলেও, স্পিকার ওই পদে বসান কংগ্রেসের মানস ভুঁইয়াকে। পরে দল ছেড়ে মানস যোগ দেন তৃণমূলে।  

{link}
মুকুলকে পিএসির চেয়ারম্যান পদে নিয়োগে আপত্তির কথা রাজ্যপালকে জানাবেন শুভেন্দুর নেতৃত্বে বিজেপির বিধায়করা। মঙ্গলবারই তাঁরা দ্বারস্থ হবেন রাজ্যপালের। রাজ্যপালের সাথে এমনিতেই রাজ্য সরকারের সম্পর্ক কাঠে কপাটে। একাধিক বার তৃণমূলের শীর্ষ নেতৃত্বদের সাথে তার প্রকাশ্যে বচসা বেঁধেছে। এখন দেখার, রাজ্যপালের হস্তক্ষেপে আদৌ সমস্যা মেটে নাকি তাতে আরও জটিলতা বৃদ্ধি পায়।
{ads}

news politics TMC BJP Mukul Roy Bidhansabha West Bengal India সংবাদ রাজনীতি

Last Updated :