প্রতিক্ষার পর অবশেষে মা হলেন নুসরত। বৃহস্পতিবার সকালে পার্ক স্ট্রীটের একটি বেসরকারি হাসপাতালে এক পুত্রসন্তানের জন্ম দেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। সি সেকসানের পর মাআ ও সন্তান দুজনেই সুস্থ আছেন বলে হাসপাতাল সুত্রে খবর। বুধবার রাত ৯টা থেকে নুসরতকে নিয়ে হাসপাতালের উদ্ধেশ্যে রউনা হন আভিনেত্রীর বিশেষ বন্ধু অভিনেতা যশ দাসগুপ্ত। গর্ভাবস্থা থেকেই নুসরতের পাশে ছিলেন যশ দাসগুপ্ত। তিনি ডেলিভারির সময়েও ছিলেন নুসরতের পাশে।
{link}
গত কিছু মাষ ধরেই নুসরতের স্বামী নিখিল জইনের সাথে সম্পর্কের অবনতি ঘটে। নিখিল এমনও দাবি করেন যে নুসরতের গর্ভের সন্তান তার নয়। তাহলে কার সন্তানের মা হলেন নুসরত? এই সম্পর্কে মুখ খোলেননি সাংসদ অভিনেত্রী নুসরত। যশ দাসগুপ্তর সঙ্গে তার ঘনিস্টতা নিয়ে জল্পনা তৈরি হয় কিছুদিন ধরে। অবশ্য যশ , নুসরতের ভাবি সন্তানের পিতা হওয়ার অস্বীকার করেছেন
{link}
তাহলে সদ্যজাত সন্তানের বাবা কে? এই চুলচেরা বিশ্লেষণের যেই হক না কেন আসলে মাই জানেন সন্তানের বাবাকে।
{ads}