header banner

ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিলেন নুসরত

article banner

প্রতিক্ষার পর অবশেষে মা হলেন নুসরত। বৃহস্পতিবার সকালে পার্ক স্ট্রীটের একটি বেসরকারি হাসপাতালে এক পুত্রসন্তানের জন্ম দেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। সি সেকসানের পর মাআ ও সন্তান দুজনেই সুস্থ আছেন বলে হাসপাতাল সুত্রে খবর। বুধবার রাত ৯টা থেকে নুসরতকে নিয়ে হাসপাতালের উদ্ধেশ্যে রউনা হন আভিনেত্রীর বিশেষ বন্ধু অভিনেতা যশ দাসগুপ্ত। গর্ভাবস্থা থেকেই নুসরতের পাশে ছিলেন যশ দাসগুপ্ত। তিনি ডেলিভারির সময়েও ছিলেন নুসরতের পাশে। 

{link}
গত কিছু মাষ ধরেই নুসরতের স্বামী নিখিল জইনের সাথে সম্পর্কের অবনতি ঘটে। নিখিল এমনও দাবি করেন যে নুসরতের গর্ভের সন্তান তার নয়। তাহলে কার সন্তানের মা হলেন নুসরত? এই সম্পর্কে মুখ খোলেননি সাংসদ অভিনেত্রী নুসরত। যশ দাসগুপ্তর সঙ্গে তার ঘনিস্টতা নিয়ে জল্পনা তৈরি হয় কিছুদিন ধরে। অবশ্য যশ , নুসরতের ভাবি সন্তানের পিতা হওয়ার অস্বীকার করেছেন

{link}
তাহলে সদ্যজাত সন্তানের বাবা কে? এই চুলচেরা বিশ্লেষণের যেই হক না কেন আসলে মাই জানেন সন্তানের বাবাকে।
{ads}

news politics BJP TMC Nusrat Jahan Member of parliament mother park street Bhagirathi Neotia Hospital kolkata West Bengal India

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article