header banner

বিজেপির কর্মসূচীতে 'অনুপস্থিত', দলে ফেরার লাইনে এবার সিঙ্গুরের মাস্টারমশাইও?

article banner

ভোটের টিকিট না পেয়ে দলত্যাগ, যে কজন এই হাওয়ায় একুশের নির্বাচনে তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিলেন তাদের মধ্যে অনেকেই ধরেছেন ফেরার রাস্তা। মূলত পদ্মের ঝড় বিপর্যস্ত হওয়ার পরেই বদলাতে শুরু করে ছবি। সেই দলবদলের প্রত্যাবর্তনের লাইনে এবার যুক্ত নতুন নাম। তৃণমূলে ফিরছেন সিঙ্গুরের মাস্টারমশাই! এই জল্পনাই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। মঙ্গলবার থেকে টানা তিনদিনের ধরনা কর্মসূচি হাতে নিয়েছে বিজেপির কিষান মোর্চা। বিজেপির ওই কর্মসূচিতে যোগ দেননি সিঙ্গুরের মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য। এই অনুপস্থিতিই চিন্তায় ফেলেছে বিজেপি শিবিরকে। 


কৃষকদের অবহেলার প্রতিবাদে সিঙ্গুরের গোপালনগরে অবস্থান বিক্ষোভে বসেছে বিজেপি। গেরুয়া শিবির সূত্রে খবর, এই অবস্থান-বিক্ষোভে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার প্রতিনিধিরা যোগ দিয়েছেন। বিজেপির একাধিক নেতৃত্বও যোগ দিয়েছেন দলের শাখা সংগঠনের ডাকা ওই কর্মসূচিতে। আসেননি হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। আসেননি সিঙ্গুরের মাস্টারমশাইও। 

{link}
মাস্টারমশাই বলেন, বিজেপির পক্ষ থেকে কোনওরকম আমন্ত্রণ পাইনি। জানব কী করে কোনও কর্মসূচি হচ্ছে? আমার কাছে কোনও খবর আসেনি। তিনি বলেন, সিঙ্গুর কৃষকদের জমি। সেখানে চাষিদের জন্য কেউ কিছু করলে যাতে কৃষকদের কল্যাণ সাধিত হয়, সেই রাজনৈতিক দলকে স্বাগত। 

{liink}
একুশের বিধানসভা নির্বাচনের আগে আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন সিঙ্গুরের মাস্টারমশাই। তৃণমূলের তরফে টিকিট পাচ্ছেন না নিশ্চিত হয়ে যেতেই তিনি যোগ দেন বিজেপিতে। বিজেপির টিকিটে তিনি প্রার্থীও হন। তার প্রার্থী হওয়া নিয়েও বিক্ষোভ দানা বেঁধেছিল তৃণমূলের অন্দরে। কিন্তু সবকিছু ছাপিয়েই ভোটের ময়দানে লড়াইয়ে অবতরন করেন তিনি। লড়াইয়ে তাঁর প্রধান প্রতিপক্ষ ছিলেন তৃণমূলের বেচারাম মান্না। কিন্তু লড়াই শেষে বেচারামের কাছে ধরাশায়ী হন মাস্টারমশাই। এর পরেই তাঁকে নিয়ে বিক্ষোভ দেখা গিয়েছিল দলের অন্দরে। তার পরে আর কোনও দলীয় কর্মসূচিতে দেখা যায়নি অশীতিপর মাস্টারমশাইকে। এদিনও রইলেন অনুপস্থিত। 


এর পরেই উঠছে প্রশ্ন, মাস্টারমশাই কি তৃণমূলে ফিরছেন? এ ব্যাপারে স্পিকটি নট মাস্টারমশাইয়ের ঘনিষ্ঠ মহল। যদিও সেই রাস্তা যথেষ্ট কঠিন। কারন একইভাবে লাইনে দাঁড়িয়ে থাকলেও এখনও দলে ঠাঁই হয়নি সোনালি গুহরও। তৃণমূলের তরফেও কিছু জানা যায়নি। তবে তাঁর তৃণমূলে ফেরার পথে বেচারাম যে অন্তরায় হতে পারেন, তা জানে মাস্টারমশাইয়ের ঘনিষ্ঠ মহলও। তাই মাস্টারমশাই কি এখন কিছুটা দ্বিধাগ্রস্ত? কোন ফুলে আস্থা রাখবেন তিনি? 
{ads}

news politic BJP TMC Singur Nandigram. Suvendu Adhikari Rabindranath Bhattacharya Mamata Banerjee West Bengal India রাজনীতি সংবাদ

Last Updated :