header banner

জল্পনা অব্যাহত রাজনৈতিক মহলে, স্ত্রীর ন্যায় তৃণমূলের পথেই সৌমিত্র?

article banner

রাজীব, বাবুলের পর এবার আরও এক শীর্ষ বিজেপি নেতৃত্বের দলবদলের সম্ভাবনা। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন সৌমিত্র খাঁ! অন্তত এমনই চর্চা চলছে রাজনৈতিক মহলে। সম্প্রতি সৌমিত্রের একটি অডিও ক্লিপ প্রকাশ্যে আসে। তার পরেই জোরালো হয়েছে সৌমিত্রের ফুলবদলের চর্চা।

{link}
শনিবার রাতে ভাইরাল হওয়া ওই অডিও ক্লিপে সৌমিত্রকে বলতে শোনা গিয়েছিল, শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে একটি আসনেও বিজেপি জয়ী হবে না। তাঁকে এও বলতে শোনা গিয়েছিল, মোদির মন্ত্রিসভায় ঠাঁই পাওয়া নিশীথ প্রামাণিক নাকি ৫০ হাজার ভোটও পাবেন না। ২০২৪ এর লোকসভা নির্বাচনে বিজেপির অস্তিত্ব নিয়েও সংশয় প্রকাশ করেছেন এই বিজেপি নেতা।একুশের বিধানসভা নির্বাচনে শুভেন্দুর হয়ে প্রচার করছিলেন সৌমিত্র। সেই তিনিই কী কারণে শুভেন্দুর সম্পর্কে এমনতর মন্তব্য করলেন, তা নিয়েও উঠছে প্রশ্ন। 


অডিও ক্লিপে বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে তুলোধোনা করেছেন সৌমিত্র। তাঁকে বলতে শোনা গিয়েছে, ভোটের পরে আক্রান্ত কোনও দলীয় কর্মীর বাড়িতে যাননি দিলীপ। তাঁদের পাশে দাঁড়াননি। দল তো ওঁকে রাজা ভেবে নিয়েছিল, চিফ মিনিস্টার হবে। দিনহাটায় নিশীথ প্রামাণিকের কেন্দ্রে বিজেপি ৫০ হাজারেরও বেশি ভোটে হারবে বলে অডিও ক্লিপে দাবি করেছিলেন সৌমিত্র। ঘটনাচক্রে হয়েছেও তাই। তৃণমূল প্রার্থী উদয়ন গুহ জয়ী হয়েছেন এক লক্ষেরও বেশি ভোটে। 

{link}
বিধানসভা নির্বাচনের আগে আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন সৌমিত্রের স্ত্রী সুজাতা। সেই কারণে তাঁকে বিচ্ছেদের নোটিশ পাঠান সৌমিত্র। দুই ভিন্ন রাজনৈতিক দলের হয়ে স্বামী ও স্ত্রী এর লড়াই শিরোনামে উঠে এসেছিল বাংলার রাজনৈতিক মহলে। বিজেপি ছাড়ার সময়ই সুজাতা বলেছিলেন, সৌমিত্রও তৃণমূলে যোগ দেবেন। তবে কি এবার পত্নির দেখানো পথেই হাঁটতে চলেছেন সৌমিত্র? এই সূত্রেই ওয়াকিবহাল মহলের ধারণা, অচিরেই ফুলবদল করার একটি জোর সম্ভাবনা রয়েছে সৌমিত্রর!
{ads}

news politics BJP TMC Soumitra Khan Sujata Mondal Khan Mamata Banerjee West Bengal India রাজনীতি সংবাদ

Last Updated :