header banner

জনপ্রতিনিধি হওয়ার জন্য তৃণমূলের অন্দরে কম্পিটিশন চলছ- সুকান্ত মজুমদার

article banner

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ জনপ্রতিনিধি হওয়ার জন্য তৃণমূলের অন্দরে কম্পিটিশন চলছে, কারণ জনপ্রতিনিধি হলেই আগামী পাঁচ বছরে কোটি কোটি টাকা কামানো যাবে অবৈধভাবে। সেই কারণেই তৃণমূলের ভেতরেই অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে। আর এই অন্তর্দ্বন্দ্বে তৃণমূল দলটা শেষ হবে। শুক্রবার নদীয়ার নবদ্বীপ নির্বাচনী প্রচারে এসে তৃণমূলকে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

{link}
হাতেগোনা কয়েকটি দিন পরেই নদীয়ায় পৌরসভা নির্বাচন। অন্যান্য জেলার পাশাপাশি নদীয়া জেলায় প্রচারে নেমেছে প্রতিটি রাজনৈতিক দল। শুক্রবার নদীয়া নবদ্বীপে পৌরসভার প্রার্থীদের সমর্থনে প্রচার করতে আসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বিভিন্ন অনুষ্ঠানের নাম করে তৃণমূলের নেতারা তোলাবাজি শুরু করেছে। নির্দল প্রার্থী নিয়ে তৃণমূলের যে অন্ত দ্বন্দ্ব চলছে সে বিষয়ে তিনি বলেন, তৃণমূলের ভিতরে জনপ্রতিনিধি হওয়ার জন্য প্রতিযোগিতা চলছে। তার কারণ জনপ্রতিনিধি হতে পারলেই আগামী পাঁচ বছর অবৈধভাবে কোটি কোটি টাকা কামানো যাবে। কেউ পিসির লোক, কেউ আবার ভাইপোর লোক, কেউ আবার মদন সৌগত লোক। আর এই তৃণমূল দলটা অন্তর্দ্বন্দ্বে শেষ হয়ে যাবে। 

{link}
এর পাশাপাশি রাজ্যে চলতে থাকা নির্বাচন নিয়ে তিনি বলেন পুরোটাই ধাপ্পাবাজি চলছে। এখানে বিরোধীদের কণ্ঠরোধ করে রাখা হচ্ছে প্রতিবাদ করলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। উত্তরপ্রদেশে যেভাবে ভোট হচ্ছে পশ্চিমবঙ্গ দেখে শেখা উচিত। সেখানে বিরোধীরা কোন রকম অভিযোগ তুলতে পারেনি নির্বাচন নিয়ে। এর পাশাপাশি তিনি বলেন নবদ্বীপ পৌরসভা সহ প্রতিটি পৌরসভা কেন্দ্রে বিজেপি এবার ভালো ফল করবে বলে আশাবাদী।
{ads}

news politics BJP TMC election Nadia Sukanta Majumdar MLA Mamata Banerjee West Bengal India রাজনীতি সংবাদ

Last Updated :