header banner

করোনা পরিস্থিতিতে রাজ্যে মানুষের সাহায্যার্থে পথ চলা শুরু করল বিজেপির বিবেক বাহিনী

article banner

নতুন পথ চলা শুরু করল গেরুয়া শিবিরের বিবেক বাহিনি।গতকাল স্বামী বিবেকানন্দের জন্মদিনে এই বাহিনীর আনুষ্ঠানিক সূচনা হয় তার সঙ্গে দেশ জুড়ে পালন হয় যুব দিবস।আজ অর্থাৎ বৃহস্পতিবারই পথে নামে বিজেপির বিবেক বাহিনি।বাহিনীতে স্বেচ্ছাসেবক রয়েছেন প্রায় ২০ হাজার।

{link}
করোনা সংক্রমিত ব্যাক্তিদের পাশে দাঁড়ানোর জন্য সিপিএমের রেড ভলান্টিয়ারদের আদলে বিজেপি গড়ল বিবেক বাহিনি।শনিবার রাতে এক ভার্চুয়াল বৈঠকে এই সিধান্ত নেওয়া হয়েছে।বিজেপি সূত্রের খবর,বাংলার মানুষকে করোনায় সাহায্যের জন্য ২৪ ঘণ্টার একটি টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে।যে কোনো জেলা থেকে ওই টোল ফ্রি নম্বরে ফোন করলেই সাহায্য প্রার্থী কে সব দিক থেকে সাহায্য করবেন বিজেপির এই বাহিনি। গেরুয়া শিবিরের সিধান্ত অনুযায়ী,করোনা সংক্রমিত ব্যাক্ত্যির কাছে ওষুধ সহ যাবতীয় জরুরি জিনিসপত্র পৌঁছে দেবেন বিবেক বাহিনীর সদস্যরা এছাড়াও কোনও একটি পরিবারের সকল সদস্য করোনা সংক্রমিত হলে সেই পরিবারের জন্য ব্যাজারও করে দেবেন।এই কাজে দলের যুব মোর্চা,মহিলা মোর্চার কর্মীদেরও এগিয়ে আসার নির্দেশ দিয়েছেন বিজেপির নয়া রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।গেরুয়া দলের বক্তব্য,এবার মানুষের সেবার মধ্যে দিয়ে কাজ শুরু করছে তারা।

{link}
রাজ্যে যখন করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছিল, তখনই রাস্তায় নেমে মানুষের পাশে দাঁড়িয়ে শিরোনামে ছিল সিপিএম এর রেড ভলান্টিয়ার্স।রাজ্যে তৃতীয় ঢেউ শুরু হওয়ার পর পুরভোটের মুখে সিপিএম এর অনুকরন করলো গেরুয়া শিবির।তবে কেন এতদিন পরে বিজেপি নেতৃত্বের এই সিধান্ত এই নিয়েও কটাক্ষ করতে ছারেনি শাসকদল।রাজ্য বিজেপির মুখপাত্র শমিক ভট্টাচার্য বলেন,এই স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।রাজ্যের ৩৪১টি ব্লচক,৭টি পুরনিগম অ ১২৫টি পুরসভায় আপাতত কাজ করবে বিবেক বাহিনি।
{ads}

news politics BJP Vivek Bahini Covid situation Sukanta Majumder West Bengal India রাজনীতি সংবাদ

Last Updated :