header banner

কেন্দ্রীয় মন্ত্রীসভা নিয়ে জল্পনা অব্যাহত দেশে

article banner

বদল হতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রীসভার। সেই কেন্দ্রীয় মন্ত্রীসভাতেই ঠাঁই হতে চলেছে বাংলা থেকে কয়েকজনের বলে জল্পনা চলছে বহুদিন ধরে। বুধবার সন্ধ্যায় মন্ত্রিসভায় রদবদল করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলতেই সূত্রের খবর। এই বদলের জেরে সরতে হচ্ছে বেশ কয়েকজন মন্ত্রীকে বলেও চলছে জল্পনা। আবার নয়া মুখও দেখা যাবে অনেক। শোনা যাচ্ছে, বাংলা থেকেই একজন দুজন নয়, নতুন পাঁচজন ঠাঁই পেতে পারেন মোদির মন্ত্রিসভায়। সেজন্য ইতিমধ্যেই ইস্তফা দিতে বলা হয়েছে মন্ত্রী দেবশ্রী চৌধুরীকে। 

{link}
লোকসভা নির্বাচনে উত্তর দিনাজপুরে প্রচারে গিয়ে খোদ অমিত শাহ দেবশ্রী চৌধুরীকে বলেছিলেন, দল জিতলে আপনি মন্ত্রী হবেন। সেই মতো মোদির মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পান দেবশ্রী। তাঁর সঙ্গে সঙ্গে মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছিলেন আর এক বঙ্গ তনয়, বাবুল সুপ্রিয়। তিনিও প্রতিমন্ত্রীই হয়েছিলেন। লোকসভা নির্বাচনে এ রাজ্যে ভালো ফল করলেও, একুশের বিধানসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়ে বিজেপি। নিরঙ্কুশ সংখ্য গরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য নবান্ন দখল করে তৃণমূল। এর পরেই দ্বিগুণ উৎসাহে কেন্দ্রের দিকে নজর দিতে শুরু করেন তৃণমূল নেতৃত্ব। এদিকে, মুকুল রায় বিজেপি ছাড়ায় আরও কয়েকজন তৃণমূলের দিকে পা বাড়িয়ে বলে জানতে পেরেছেন গেরুয়া নেতৃত্ব। সেই কারণেই বাংলার পাঁচজনকে মন্ত্রী করা হচ্ছে বলে বিজেপির একটি সূত্রের খবর। এই পাঁচজনকে জায়গা দিতেই দেবশ্রীকে সরানো হচ্ছে বলে পর্যবেক্ষকদের ধারণা। সেই মতো এদিন দেবশ্রীকে ইস্তফা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এখন দেখার, দেবশ্রীর চেয়ারে ঠাঁই হয় কার।  

{link}
এদিকে গেরুয়া শিবির সূত্রে খবর, নিশীথ প্রামাণিক, জগন্নাথ সরকার, শান্তনু ঠাকুর, জন বার্লা জায়গা পেতে পারেন মন্ত্রিসভায়। জায়গা পেতে পারেন সৌমিত্র খাঁ-ও। যাদের মধ্যে নিশীথ প্রামাণিক ও শান্তনু ঠাকুরের যায়গা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে সূত্রের খবর। তবে এখনও সেই ব্যাপারে নিশ্চিতভাবে কোন কিছু পরিস্কার জানা যায়নি। 
{ads}

news politics BJP Ministry Cabinet India West Bengal Narendra Modi সংবাদ রাজনীতি

Last Updated :