header banner

কলকাতা পুরসভার মেয়রের শিকে ছিঁড়ছে না বাবুলের কপালে!

article banner

কার্যত ঘোষনা হয়ে গেলেও, কলকাতা পুরসভার মেয়রের শিকে ছিঁড়ছে না বাবুলের কপালে! আপাতত  অন্তত একথাই স্পষ্ট করে দিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। বাবুল কলকাতা পুরসভার মেয়র হতে পারেন বলে দিন দুয়েক ধরে ফেসবুক পোস্টে একটি খবর ঘুরে বেড়াচ্ছিল। সেই জল্পনায়ই জল ঢেলে দিলেন দেবাংশু। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, বাবুলের মেয়র সংক্রান্ত যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তার সঙ্গে বাস্তবের কোনও সম্পর্ক নেই। এই দেবাংশুই একমাত্র তৃণমূলের মুখপাত্র যিনি এহেন দলবদলুদের দলে ফেরায় বাধ সেঁধেছিলেন। বলেছিলেন এরা ঘরে ফেরার নাম করলেই চোকাঠ আঁকড়ে পড়ে থাকবেন। যদিও এহেন মন্তব্য করেও আটকাতে সক্ষম হননি। একে একে দলে ফিরেছেন অনেকেই।
{link}
২০১৪ সালে বিজেপিতে যোগ দেন বাবুল সুপ্রিয়। বিজেপির টিকিটে লড়ে পর পর দুবার আসানসোলের সাংসদ হন তিনি। একুশের বিধানসভা নির্বাচনের পর তিনি বিজেপি থেকে সরে দাঁড়ান। পরে যোগ দেন তৃণমূলে। তৃণমূলের তরফে তাঁকে গোয়ায় পাঠিয়ে দেওয়া হয় সংগঠন বিস্তারের কাজে। সম্প্রতি খবর ছড়িয়ে পড়ে কলকাতার মেয়র হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পছন্দ বাবুল সুপ্রিয় শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয় বিভিন্ন পোর্টালে। প্রতিবেদনটি সম্পূর্ণ ‘বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও সর্বৈব মিথ্যা’ বলে দাবি দেবাংশুর। তাঁর দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্মিত এরূপ সংবাদ কারওর ‘আপন মনের মাধুরী’র ফসল। বাস্তবের সঙ্গে যার দূর দূর পর্যন্ত কোনও সম্পর্কই নেই। সংবাদমাধ্যমকে দেবাংশু বলেন, আমি যে পোস্টটা করেছি, এটা অফিশিয়াল স্টেটমেন্ট। একেবারে বিভ্রান্তিকর খবর পেশ করা হয়েছে।
{link}
ওয়াকিবহাল মহলের মতে, বাবুলের চেয়েও মেয়র হওয়ার যোগ্য লোক রয়েছেন তৃণমূল। বাবুল প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলেছেন ঠিকই, তবে মেয়র হওয়ার কোনও অভিজ্ঞতাই নেই। সেই কারণেই তাঁকে মেয়র পদে বসানো হবে না। ওই পদে তৃণমূল কাকে বসায়, সেটাই দেখার।যদিও এই সম্পর্কে তৃণমূলের পক্ষ থেকেও এখনও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। রাজ্যের একটা অংশের মানুষ এই প্রসঙ্গকে একেবারে যুক্তিহীন বলে উড়িয়েও দিচ্ছেন না। ফলে বিষয়টিকে ঘিরে ধোঁয়াশা ক্রমশ বৃদ্ধিই পাচ্ছে। অন্য কোন মুখ যদি আসেন, তবে তিনিই বা কে হবেন, সেটাও এখন বড়ো প্রশ্ন। 
{ads}

news politics TMC BJP Babul Suprio Debangsu Bhattacharya election Kolkata Corporation West Bengal India রাজনীতি সংবাদ

Last Updated :