header banner

শিলিগুড়ির পর বাঁকুড়াতেও একলা চলো-র সিদ্ধান্ত কংগ্রেসের

article banner

শেষমেশ একলা চলোর সিদ্ধান্ত নিল বাঁকুড়া কংগ্রেসও। শিলিগুড়িতে একলা চলার অঙ্গীকার করেছেন বামেরা। সেই কারনে কংগ্রেসও একাই লড়াই করবে শিলিগুড়িতেও। এবার সেই একই পথে হেঁটেই বাঁকুড়ায় একলা চলোর সিদ্ধান্ত নিল সোনিয়া গান্ধির দল। এদিনই বাঁকুড়া জেলা কংগ্রেসের তরফে জানিয়ে দেওয়া হল, জেলার তিনটি পুরসভা নির্বাচনে একলা লড়বে কংগ্রেস। 


রাজ্যে পুরসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। চলতি মাসের ২২ তারিখে আসানসোল সহ রাজ্যের চার পুরনিগমে নির্বাচন। ফেব্রুয়ারির শেষাশেষি হতে পারে রাজ্যের ১০৮টি পুরসভার নির্বাচন। এর মধ্যে রয়েছে বাঁকুড়া জেলার বাঁকুড়া, বিষ্ণুপুর ও সোনামুখী এই তিন পুরসভাও। সরকারি সূত্রে এমন ইঙ্গিত মিলতেই ঘর গোছাতে শুরু করেছেন ডান-বাম সব দলই। এই প্রস্তুতি পর্বেই একলা চলোর সিদ্ধান্তের কথা ঘোষণা করে দিল সোনিয়া গান্ধির দল।

{link}
এদিন বিষ্ণুপুরে সাংবাদিক সম্মেলন করে আলাদা করে লড়াইয়ের কথা ঘোষণা করা হয় কংগ্রেসের তরফে। সূত্রের খবর, জেলার তিনটি পুরসভার মধ্যে একমাত্র বিষ্ণুপুরে কংগ্রেসের ভালো হোল্ড রয়েছে। বাম জমানায়ও দীর্ঘ দিন এই পুরসভার রাশ ছিল কংগ্রেসের হাতে। বাঁকুড়া এবং সোনামুখী এই পুরসভায়ও কিছুটা সংগঠন ছিল কংগ্রেসের। কিন্তু ২০১১ সালের পর থেকে সময় যত গড়িয়েছে, ততই দুর্বল হয়েছে সংগঠন। 

{link}
একুশের বিধানসভা নির্বাচনে বাঁকুড়ার ১২টি আসনের মধ্যে একটিতেও জয়ী হয়নি বাম-কংগ্রেস-আইএসএফের জোট। তাই জোটের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন ওঠে দলের অন্দরেই। একই দাবি ওঠে বাম শিবিরেও। কংগ্রেসের সঙ্গে জোট হলে বামফ্রন্ট ছেড়ে বেরিয়ে যাওয়ার হুমকিও দেয় ফরওয়ার্ড ব্লক। এসবের পরেই নিজেদের শক্তি পরীক্ষার সিদ্ধান্ত নেন কংগ্রেস নেতৃত্বও। বাঁকুড়ায় যা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল এদিন। যার ফলে একসময়ের চিরশত্রুদের মধ্যে যে মিত্রতা সৃষ্টি হয়েছিল ভোটের লড়াইয়ের ময়দানে, সেই বন্ধুতে চিড় ধরেছে এবং রিতীমতো জোরালো বিভেদ স্পষ্ট হচ্ছে বঙ্গের রাজনৈতিক মহলে।
{ads}

news politics Bankura Congress INC election Corporation election CPIM BJP TMC West Bengal India রাজনীতি সংবাদ

Last Updated :