header banner

বারাণসীতে মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখানোর প্রতিবাদে হাওড়ায় মিছিল তৃণমূলের

article banner

নিজস্ব সংবাদদাতা,হাওড়াঃ গতকাল বারাণসীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পা রাখতেই বিমানবন্দরের বাইরে তাঁকে উদ্দেশ্য করে কালো পতাকা দেখিয়েছিল বিজেপি কর্মীরা। তারই প্রতিবাদে আজ রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে প্রায় হাজার হাজার তৃণমূল কর্মী হাওড়া শিবপুর ট্রাম ডিপো থেকে হাওড়া ময়দান পর্যন্ত প্রতিবাদ মিছিল করল। 

{link}

গত বুধবার উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির প্রচারে বারাণসী গিয়ে পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী। সন্ধ্যায় দশাশ্বমেধ ঘাটে যাওয়ার পথে মমতার গাড়ির সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। জয় শ্রীরাম স্লোগানের সাথে দেখানো হয় কালো পতাকা। শুধু তাই নয়,বিক্ষোভকারীরা গাড়ির কাছ পর্যন্ত পৌঁছে গিয়ে গাড়িতে চাপড় মারে বলেও অভিযোগ। এর প্রতিবাদেই আজ মধ্য হাওড়ার বিধায়ক ও রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের নের্তৃত্বে তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা এই মিছিলে অংশগ্রহণ করেন। এদিন মিছিলে অরূপ রায় বলেন,বিজেপি একটি অসভ্য রাজনৈতিক দল। এই রাজ্যে শেষ বিধানসভা নির্বাচনে বিজেপিকে  রাজনৈতিক ভাবে উচিত শিক্ষা দিয়েছে তৃণমূল। উত্তরপ্রদেশের নির্বাচনেও গোহারা হারবে বিজেপি। হারের ভয়েই তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ। 

{link}

এই রাজ্যে শেষ বিধানসভা ও পুরসভা নির্বাচনে পর্যুদস্ত হয়েছে বিজেপি। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই সবুজ সুনামি। যে কারণে তৃণমূল কংগ্রেসের কর্মীরা টগবগ করে ফুটছে। বিরোডধী রাজনৈতিক মহলের অভিযোগ,তৃণমূল কংগ্রেস পুরভোটের ফলে যতই উৎসাহিত হোক না কেন আসলে এই ফল মানুষের রায় তাদের পক্ষে যায়নি। পুর নির্বাচনে হয়েছে এক্টার পর একটা সন্ত্রাসের ঘটনা হয়েছে ভোট লুঠ এমনটাই অভিযোগ বিরোধীদের।

{ads}

news politics Baranasi Mamata Banerjee TMC BJP Arup Ray protest West Bengal India রাজনীতি সংবাদ

Last Updated :