header banner

'বিজেপির মুখোশটা খুলে দিয়েছেন দিলীপ ঘোষ'- সুজন চক্রবর্তী

article banner

বিজেপির মুখোশটা খুলে দিয়েছেন দিলীপ ঘোষ। এই মন্তব্য করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। গতকাল উত্তরবঙ্গে ভিন্ন রাজ্যের দাবি সমর্থন করেন দিলীপ ঘোষ, এই প্রসঙ্গে তিনি বলেন, কলকাতায় বললেন জন বার্লার দাবি আমরা মানি না। আবার জন বার্লার পাশে বসে উনি বলছেন, জন বার্লার দাবিকে আমরা সমর্থন করছি। এটা দ্বিচারিতা। 


বিধানসভা ভোটের ফল প্রকাশের পরে পরেই পৃথক রাজ্যের দাবিতে সোচ্চার হয়েছিলেন আলিপুরদুয়ারের সাংসদ বিজেপির জন বার্লা। উত্তরবঙ্গকে পৃথক রাজ্য, নিদেন পক্ষে কেন্দ্রীয় অঞ্চল ঘোষণার দাবিতে সুর চড়ান তিনি। তার পরে পরেই বিজেপির আর এক সাংসদ সৌমিত্র খাঁ-ও পৃথক জঙ্গলমহলের দাবি তোলেন। সেই সময়ই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছিলেন, যাঁরা পৃথক রাজ্য দাবি করছেন, তা একান্তই তাঁদের দাবি, দলের নয়।

{link}
তবে এবার উত্তরবঙ্গ সফরে গিয়ে দলীয় সাংসদকে পাশে বসিয়ে দিলীপ বলেন, আজ যদি উত্তরবঙ্গ, জঙ্গলমহল আলাদা রাজ্যের দাবি তোলে, তাহলে তার সম্পূর্ণ দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের। কারণ এখনও উত্তরবঙ্গ বা জঙ্গলমহলের মানুষকে শিক্ষা বা কর্মসংস্থানের জন্য বাইরের রাজ্যে যেতে হচ্ছে। দিলীপ বলেন, এই অবস্থায় তাঁরা যদি পৃথক রাজ্যের দাবি তোলেন, তাহলে তা অবৈধ নয়।

এ প্রসঙ্গেই সুজন বলেন, কলকাতায় দিলীপ ঘোষ বললেন জন বার্লার দাবি আমরা মানি না। আবার জন বার্লার পাশে বসে উনি বলছেন, জন বার্লার দাবিকে আমরা সমর্থন করছি। এটা দ্বিচারিতা। তিনি বলেন, রাজ্যের বিভিন্ন সমস্যা আছে। সেটা কীভাবে মেটানো যায়, তা দেখতে হবে। ছোট ছোট রাজ্য করে সমস্যার সমাধান হয় না। আসলে এটা একটা রাজনৈতিক মনোভাব। ভোটের দিকে তাকিয়ে তৃণমূল যেমন গ্রেটার, কেপিপি তৈরি করছে, তেমনি এখন বিজেপি বাংলা ভাগের কথা বলছে। মনে যাই থাকুক, শুধু ভোটের দিকে তাকিয়ে বিজেপি এই দ্বিচারিতা করছে।


শুরুর দিকে যখন জন বার্লা এই ভিন্ন রাজ্যের দাবি তুলেছিলেন সেই দাবিকে সমর্থন করেননি দিলীপ ঘোষ। গতকাল তিনি তিন দিনের উত্তরবঙ্গ সফরে যান, সেই সফরে গিয়ে তিনি সম্পূর্ন পালটে যান। সরাসরি জন বার্লার পাশে বসে সমর্থন করের তার দাবিকে। যার বিপক্ষে এখন সোচ্চার হয়েছেন সুজনের ন্যায় একাধিক রাজ্য রাজনীতির একাধিক মুখ। 
{ads}

news politics CPIM Sujan Chakraborty BJP Dilip Ghosh North Bengal Jhon Barla West Bengal India

Last Updated :