header banner

বিধানসভা ভোটের সাফল্য পুরভোটেও কি ধরে রাখতে পারবে তৃনমুল?

article banner

গত ৩০সে সেপ্তেমের মিটেছে ভবানীপুর উপনির্বাচন তথা সামসেরগঞ্জ এবং জাঙ্গিপুরের নির্বাচন। বাকি রয়েছে রাজ্যের চার আসনে উপনির্বাচন। এই চার আসনে নির্বাচন মিটলেই মিটলে পুরসভা ভোটের আয়োজন করতে চলেছে সরকার। আজ, শনিবার নবান্নে এই ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই ভোট মিটলে অন্যান্য ভোটের ব্যবস্থাও করতে হবে। 
পুরসভা ভোটের বাদ্যি বাজতে যে খুব একটা দেরি নেই, দিন দুয়েক আগেই তা জানা গিয়েছিল সুত্র থেকে। সে খবর যে নিছক খবর নয়, মুখ্যমন্ত্রীর কথায় মিলল তার প্রমাণ। এ খবরের সূত্র ছিল বর্ধমান দক্ষিণের বিধায়ক তৃণমূলের খোকন দাসের একটি মন্তব্য। দিন দুয়েক আগে শহরের একটি অনুষ্ঠানে গিয়ে তিনি ১৮ নম্বর ওয়ার্ডের প্রার্থীর নাম ঘোষণা করে দেন।  

{link}
রাজ্যের বিভিন্ন পুরসভার মেয়াদ শেষ হয়ে গিয়েছে দীর্ঘদিন আগেই। নেই নেই করে ১১৬টি পুরসভার ভোট করাতে হবে এখনই। এর মধ্যে রয়েছে কলকাতা, হাওড়া, শিলিগুড়ি ও বর্ধমানের মতো পুরসভাও। এই ১১৬টি পুরসভার যাবতীয় কাজকর্ম বর্তমানে সামলাচ্ছেন পুর-প্রশাসকরা। যার জেরে নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ। চলতি বর্ষায় যে জল-যন্ত্রণা সইতে হয়েছে কলকাতা ও হাওড়ার বাসিন্দাদের, তার জন্যও অনেকে দায়ী করেছেন পুরসভার মাথানা থাকা অবস্থাকে।

{link}
তার পরেও অবশ্য পুরসভার ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি। তা যে হবে না, তার আঁচ মিলেছিল ঢের আগেই। কারণ তৃণমূল নেতৃত্ব জানিয়েছিলেন, আগে উপনির্বাচনের পর্ব চুকবে, তার পরেই ভাবা যাবে পুরসভা নির্বাচনের কথা। ভবানীপুরে উপনির্বাচন হয়েছে ৩০ সেপ্টেম্বর। খড়দহ, গোসাবা সহ রাজ্যের বাকি চার কেন্দ্রের উপনির্বাচন হবে ৩০ অক্টোবর। তার পরেই পুরসভার নির্বাচন হবে বলে এদিন ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী। কবে পুরসভা ভোটের দিন ঘোষণা হবে এতাই দেখবার।

{ads}

news politics Corporation Election Mamata Banerjee Vote Howrah Bardhaman Kolkata Murshidabad West Bengal India

Last Updated :