শহরের বেহাল অবস্থা চোখে পড়ছে বারংবার, কবে হবে পুরসভার ভোট? প্রশ্ন উঠছে বারংবার। পুরসভার ভোট কি তাহলে দোরগোড়ায়? অন্তত তৃণমূলের এক বিধায়ক প্রার্থী ঘোষণা করে দেওয়ায় এই প্রশ্নই ঘুরছে রাজনৈতিক মহলে। বর্ধমান পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের প্রার্থীর নাম ঘোষণা করে দেন স্থানীয় বিধায়ক খোকন দাস। তার পরেই জল্পনা ছড়ায় চার কেন্দ্রের উপনির্বাচন পর্ব মিটলেই ভোট হবে রাজ্যের সমস্ত পুরসভার।
রাজ্যের বিভিন্ন পুরসভার মেয়াদ শেষ হয়ে গিয়েছে দীর্ঘদিন আগেই। নেই নেই করে ১১৬টি পুরসভার ভোট করাতে হবে এখনই। এর মধ্যে রয়েছে কলকাতা, হাওড়া, শিলিগুড়ি ও বর্ধমানের মতো পুরসভাও। এই ১১৬টি পুরসভাগুলির যাবতীয় কাজকর্ম সামলাচ্ছেন পুর-প্রশাসকরা। যার জেরে নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ। চলতি বর্ষায় যে জল-যন্ত্রণা সইতে হয়েছে নগরবাসীকে, তার জন্যও অনেকে দায়ী করেছেন পুরসভার ‘মাথা’ না থাকা অবস্থাকে।
{link}
তার পরেও অবশ্য পুরসভার ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি এখনও। হবে না যে, তার আঁচ মিলেছিল ঢের আগেই। কারণ তৃণমূল নেতৃত্ব জানিয়েছিলেন, আগে উপনির্বাচনের পর্ব চুকবে, তার পরেই ভাবা যাবে পুরসভা নির্বাচনের কথা। ভবানীপুরে উপনির্বাচন হচ্ছে আজ, বৃহস্পতিবার। এদিনই ভোট হচ্ছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভায়। খড়দহ, গোসাবা সহ রাজ্যের যে চার কেন্দ্রের উপনির্বাচন বাকি রয়েছে, ৩০ অক্টোবর ভোট হবে সেগুলিতেও।
{link}
এমতাবস্থায় পুরসভা নির্বাচনের জল্পনা উসকে দিয়েছেন বর্ধমান দক্ষিণের বিধায়ক তৃণমূলের খোকন দাস। পুর-নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা না হলেও, প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছেন তিনি। বর্ধমান শহরের এক কর্মিসভায় খোকন বলেন, ১৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রদীপ রহমানকেই ফের টিকিট দেওয়া হবে। প্রদীপকে বিপুল ভোটে জেতাতে হবে, যাতে অন্য কেউ এখানে নির্বাচনে দাঁড়ানোর সুযোগ না পায়। খোকন পুরভোটের জল্পনা উসকে দিলেও, এ ব্যাপারে স্পিকটি নট তৃণমূল নেতৃত্ব।
বর্তমান পরিস্থিতিতে পুরসভা ভোট করাটাও অত্যন্ত গুরুত্বপূর্ন হয়ে উঠেছে বলে মনে করছেন বহু শহরবাসী। যার ফলে বর্তমানে যদি বছর শেষ হওয়ার পূর্বেই ভোট অনুষ্ঠিত হয়, তাহলে তা ভালোই হবে বলে মনে করছেন সকলেই।
{ads}