header banner

বহরমপুরে DYFI-এর এসডিও অফিস অভিযানকে কেন্দ্র করে পুলিশের সাথে বচসা, উত্তপ্ত পরিস্থিতি

article banner

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ রাজ্যে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি উত্তাল হয়ে উঠেছে এসএসসি দুর্নীতি নিয়োগ কে কেন্দ্র করে। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে প্রায় ৫২ কোটি টাকা উদ্ধারের হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে একাধিকবার পথে প্রতিবাদে নেমেছে বিরোধী দলগুলি। একইভাবে আজ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বহরমপুর এসডিও অফিস অভিযান ছিলি বামেদের। সেই অভিযানকে কেন্দ্র করে ডিওয়াইএফআই কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। রীতিমতো মারামারি বেঁধে যায় পুলিশ ও প্রতিবাদকারীদের মধ্যে। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

{link}
দুর্নীতির প্রতিবাদে বৃহস্পতিবার ডিওয়াইএফআই এর এসডিও অফিস ঘেরাও অভিযান হয় বহরমপুরে। বৃহস্পতিবার দুপুরে ডিওয়াইএফআই-এর বহরমপুর অফিস থেকে নেতা কর্মীরা প্রতিবাদ মিছিল বের করেন। মিছিল টেক্সটইল কলেজ মোড় আসতেই পুলিশের সঙ্গে নেতা কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়। মিছিলে প্রতিবাদকারী বা বামেদের নেতা কর্মীরা পুলিশের গায়ে হাত দিলে পুলিশ পাল্টা তাঁদের পাকড়াও করে। বিশাল ব্যারিকেড মিছিল আটকে দেয়। পরে ডিওয়াইএফআই এর প্রতিনিধি দল এসডিও অফিসে স্মারকলিপি জমা দেন। তবে দুই পক্ষের বচসার কারনে উভয় পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন বলে সূত্রের খবর। 
{ads}

news politics DYFI CPIM TMC Partha Chatterjee Arpita Mukherjee protest police Murshidabad West Bengal India সংবাদ

Last Updated :