header banner

চেয়ারম্যানের দিকে রুলবুক ছোঁড়ার অভিযোগে রাজ্যসভা থেকে সাসপেন্ড ডেরেক ও'ব্রায়েন

article banner

রুল বুক ছোঁড়ার অভিযোগে এবার রাজ্যসভা থেকে সাসপেন্ড হলেন তৃণমূল নেতা ডেরেক ও'ব্রায়েন। বাকি শীতকালীন অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছে তাঁকে। চেয়ারম্যানের দিকে রুল বুক ছোঁড়ার অভিযোগে সাসপেন্ড করা হয়েছে। এই ঘটনার কড়া নিন্দা করেছেন তৃণমূল নেতৃত্ব।


শীতকালীন অধিবেশনের শুরুর দিকেই সংসদে অশালীন আচরণের অভিযোগে সাসপেন্ড করা হয় এক সঙ্গে রাজ্যসভার ১২ জন সাংসদকে। এঁদের মধ্যে রয়েছেন তৃণমূলের দুজন। এঁরা হলেন শান্তা ছেত্রী এবং দোলা সেন। ঘটনার কড়া নিন্দা করেন বিজেপি বিরোধী দলগুলির নেতারা। দাবি জানানো হয় সাসপেনশন প্রত্যাহারের। তার পরেও সাসপেনশান প্রত্যাহার করা হয়নি। 

{link}
ঘটনার প্রতিবাদে গান্ধি মূর্তির পাদদেশে ধর্নায় বসেন বিরোধীরা। কংগ্রেসের নেতৃত্বে হয় ওই প্রতিবাদ সভার আয়োজন। ধর্নায় বসেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি স্বয়ং। বিজেপি বিরোধী বিভিন্ন দল শামিল হয়েছিল ওই ধর্নায়। বিরোধীদের সম্মিলিত প্রতিবাদের পরেও সাসপেনশনের সিদ্ধান্তে অনড় থাকেন রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। তাই শীতকালীন অধিবেশনের এখনও যোগ দিতে পারেননি দোলা, শান্তা সহ রাজ্য সভার সাসপেন্ডেড ১২ জন সাংসদ। 

{link}
এদিন সাসপেন্ড করা হয় ডেরেক ও ব্রায়েনকেও। তিনিও তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ। শীতকালীন অধিবেশনের বাকি দিনগুলির জন্য সাসপেন্ড করা হয়েছে তাঁকে। নির্বাচনী সংস্কার বিল নিয়ে বিতর্কের সময় চেয়ারম্যানের দিকে তিনি রুলবুক ছোঁড়েন বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদে এদিন ওয়াক আউট করেন ডেরেক। সেই অভিযোগেই তাঁকে সাসপেন্ড করেন রাজ্যসভার চেয়ারম্যান। যার ফলে আসন্ন বাকি শীতকালীন অধিবেশনে আর বসা হবে না পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলের পরিচিত এই তৃণমূল নেতৃত্বকে। 
{ads}

news politics Derek O Brayen Trinamool Congress TMC Rajya Sabha Suspended West Bengal India রাজনীতি সংবাদ

Last Updated :