header banner

'আমার নেতাকে যে অপমান করবে, তার বুকে পা তুলে দেব'

article banner

ফের বিস্ফোরক রাজ্যের বিরোধী নেতা দিলীপ ঘোষ। রীতিমতো বাক্যবোমার বিস্ফোরন করেছেন তিনি। আমার কর্মীর গায়ে যে হাত দেবে, আমার নেতাকে যে অপমান করবে, তার বুকে পা তুলে দেব। বৃহস্পতিবার এই ভাষায়ই রাজ্যের শাসক দলকে হুমকি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিন দুয়েক আগে মধ্য রাতে বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়ির সামনে ব্যাপক বোমাবাজি হয়। ঘটনায় নাম জড়ায় তৃণমূলের। সেই প্রসঙ্গেই মন্তব্য করে বৃহস্পতিবার ক্ষোভ উগরে দেন দিলীপ। 


উনিশের লোকসভা নির্বাচনে টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে দেন অর্জুন সিং। পরের দিনই দিল্লি গিয়ে যোগ দেন বিজেপিতে। পদ্ম চিহ্নে দাঁড়িয়ে বিপুল ভোটে জয়ী তিনি। ব্যারাকপুরের সাংসদ হন অর্জুন। অভিযোগ, তার পর থেকেই তাঁর বাড়ির সামনে বোমাবাজি হচ্ছে আকছার। একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি মুখ থুবড়ে পড়ার পরে বোমাবাজি হতে থাকে ঘন ঘন। দিন দুয়েক আগে মধ্য রাতে ফের হয় বোমাবাজি। 

{link}
এদিন সে প্রসঙ্গের অবতারণা করে দিলীপ বলেন, বাচ্চারা বোম মারছে। এটা কি গৌরবের বিষয়? বাচ্চারা ফুটবল ছেড়ে হাত বোমা নিয়ে খেলা করছে। এই খেলা হওয়ার গল্প আছে। পুলিশ কোথায় আছে? একজন সাংসদকে এইভাবে আক্রমণ করা হচ্ছে। মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বিজেপির রাজ্য সভাপতি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ভবানীপুর থেকেই ২৪ এর শুরু। এত তাড়াতাড়ি নন্দীগ্রাম ভুলে গেল? আবার শুরু হবে ভবানীপুর থেকে। বুঝিয়ে দিয়েছে মেদিনীপুরের লোক। কার দম কতটা। দিলীপ বলেন, যদি নন্দীগ্রামে হতে পারে, তাহলে ভবানীপুরেও হতে পারে। 


রাজ্যে বরাবরই নিজের মন্তব্যের জন্য আলোচনার মধ্যে থাকেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। একাধিকবার সমালোচিতোও হয়েছেন। কিন্তু নিজের কথা বলতে কিংবা নিজের মতামত দিতে কখোনই দ্বিধাবোধ করেননি তিনি। যেমনটা করেননি শেষ বারেও। 
{ads}

news politics Dilip Ghosh BJP TMC Mamata Banejree Bhabanipur Re Election Election West Bengal India Sheffield Ttimes রাজনীতি সংবাদ

Last Updated :