নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ মানুষ বিজেপির সঙ্গে রয়েছে, সেটাই ভয় পাচ্ছে তৃণমূল, তাই গুন্ডা দিয়ে ভয় দেখানোর চেষ্টা চলছে। দল সেইভাবে ছাপ ফেলতে ব্যার্থ বিধানসভা নির্বাচনে, পৌরসভা নির্বাচনেও চোখে পড়ছে একই ছবি। এসবের মাঝেই শুক্রবার নদিয়ার চাকদায় নির্বাচনের প্রার্থীদের সমর্থনে প্রচারে এসে তৃণমূলকে কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। পরিস্থিতি যাই হোক, দলের মনোবল চাঙ্গা রাখা আবশ্যক।
{link}
অন্যান্য পৌরসভার মত নদিয়া চাকদা পৌরসভায় আর কিছুদিন পরেই নির্বাচন। প্রতিটি রাজনৈতিক দল তাদের সর্বশক্তি দিয়ে প্রচারে নেমেছেন। শুক্রবার বিজেপি প্রার্থীদের সমর্থনে একটি মিছিল করে চাকদহ বিজেপি সংগঠন। মিছিলের নেতৃত্ব দেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এরপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, চাকদহ অশান্তি বাধানোর সৃষ্টি করছে তৃণমূল। বিজেপির পতাকা ব্যানার ছিঁড়ে ফেলার চেষ্টা চালানো হচ্ছে। যেহেতু নদীয়ার একাধিক জায়গার মানুষ এর আগে সাংসদ থেকে শুরু করে বিধায়ক নির্বাচনে বিজেপি কে জিতিয়েছে সেই কারণে তৃণমূল ভয় পাচ্ছে। গুন্ডা দিযে ভয় দেখানোর চেষ্টা করছে তৃণমূল।
{link}
চলতি নির্বাচনে এখনও পর্যন্ত কোন ছাপ সেইভাবে ফেলতে পারেনি বিজেপি। বা, কার্যত বলা চলে যতোটা গর্জেছে, ততোটা বর্ষাতে অক্ষম গেরুয়া শিবির। এখন দেখার বিষয়, নদীয়া পুরসভা নির্বাচনে চিত্রটির পরিবর্তন ঘটে কি না।
{ads}