header banner

তালিবান প্রসঙ্গ টেনে ফের রাজ্যকে খোঁটা দিলিপ ঘোষের

article banner

পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে শহিদ সম্মান যাত্রায় অংশ নিতে দেখা গেল মন্ত্রী সুভাষ সরকার, দিলিপ ঘোষ সহ অন্যান্য বিজেপি নেতৃত্বদের। সেই খানে তালিবানি কথা ব্যবহার করে ফের রাজ্যকে খোঁচা বিজেপির রাজ্য সভাপতির ।খড়্গপুরের খেমাসুলি থেকে যাত্রা শুরু হয়ে একে একে খড়্গপুর মেদিনীপুর ডেবরা হয়ে আরামবাগ যাবে। খড়্গপুরের রামমন্দির এলাকায় চা চক্র ও সংবর্ধনা সভায় ফের পুরোনো ফর্মে দিলিপ ঘোষ। বক্তব্যতে তিনি বলেন  "আফগানিস্তানে কাবুলে যেমন তালিবানি রাজ্যকে সবদেশ পরিত্যাগ করছে,পশ্চিম বাংলায় তালিবানি রাজ্য নিয়ে গোটা দেশে ধিক্কার হচ্ছে।আর কোর্ট দেখিয়ে দিয়েছে এখানে অন্যায় হয়েছে।

{link}
দিদিমনি বলেছিলেন কিছু হয়নি(অত্যচার), এবার আপনার ভাইকে বলে রাখুন কিছু হবে।"অন্যদিকে কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন দিলিপ ঘোষ।রাজ্যের মুখ্যমন্ত্রীক্ষে কটাক্ষ করে বলেন-"মন্ত্রী, এমএলএ দের অ্যারেস্ট করা হয়, বিধানসভার বিরোধী নেতাকে অ্যারেস্ট করা হয়।এই তালিবানি রাজ্য আমরা চলতে দেব না।"পাশাপাশি মানুষের উৎসাহ ও উদ্দিপনার প্রসঙ্গ তুলে ধরেন দিলিপ।
অন্যদিকে ভোট পূর্ববর্তী ও পরবর্তী হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।পাশাপাশি অত্যাচারীত বিজেপি কর্মীদের একে একে কোর্টের নির্দেশে ক্ষতিপূরণ দেবে রাজ্য, মন্তব্য দিলিপের।

{link}
তিনি ভোট পরবর্তী সহিংসতার বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশনের (এনএইচআরসি) সাম্প্রতিক ফলাফলকে স্বাগত জানিয়ে বলেছেন যে এটি "সত্যিকারের চিত্র" প্রকাশ করেছে। একটি এনএইচআরসি প্যানেল, কলকাতা হাইকোর্টের সামনে তার রিপোর্টে বলেছে যে পশ্চিমবঙ্গে বিদ্যমান পরিস্থিতি "শাসকের আইন" এর প্রকাশ, "আইনের শাসন" নয়। এটি ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই তদন্তের সুপারিশ করেছে। তৃণমূল এনএইচআরসি রিপোর্টকে খারিজ করে দিয়ে বলেছে যে এটি বিজেপির নির্দেশে প্রস্তুত করা হয়েছিল।

{ads}
 

news politics Dilip Ghosh Ram Mandir Kharagpur Midnapur taliban Afghanistan Arrest NRHC High Court Kolkata Mamata Banerjee West Bengal India

Last Updated :