header banner

দুর্গাপুজোর মন্ত্র বিকৃত করেছেন ফিরহাদ- পুরভোটের প্রচারে অভিযোগ শুভেন্দুর

article banner

ফের রাজনীতির সাথে জড়ালো বাঙালির আবেগ ও শ্রেষ্ট উৎসব দুর্গাপুজোর নাম। দুর্গাপুজোর মন্ত্র বিকৃত করেছেন ফিরহাদ! নিজের প্রাক্তন রাজনৈতিক দলের সতীর্থের বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতায় পুরসভা নির্বাচনে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে এসেছিলেন তিনি। সেখানেই ফিরহাদের বিরুদ্ধে মন্ত্র বিকৃতির অভিযোগ তোলেন শুভেন্দু।


১৯ ডিসেম্বর কলকাতা পুরভোট। প্রচারে বেরিয়ে শুভেন্দু বলেন, আপনারা যদি তোলমূলের প্রার্থীকে জেতান, তাহলে মেয়র হবেন ফিরহাদ। সেটা যদি না চান, তাহলে পদ্ম ছাড়া উপায় নেই। তাঁর অভিযোগ, দুর্গাপুজোর মন্ত্র বিকৃত করেছেন ফিরহাদ। শুভেন্দু বলেন, আপনার ধর্মকে শ্রদ্ধা জানিয়েই বলছি কোনও কলমা বিকৃত করতে পারেন না আপনি, অথচ দুর্গাপুজোর মন্ত্র বিকৃত করে বললেন, মমতা রূপেন সংস্থিতা। একসময় কলকাতাকে মিনি পাকিস্তান বলে মন্তব্য করেছিলেন ফিরহাদ। এদিন সেদিন সে কথা মনে করিয়ে দিয়ে শুভেন্দু বলেন, এদের হাত থেকে কলকাতাকে মুক্ত করতে হলে সজল ঘোষেদের ভোট দিন।

{link}
হিন্দুত্ব নিয়ে মমতাকে কটাক্ষ করতে ছাড়েননি শুভেন্দু। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখন হিন্দু হিন্দু করছেন। কারণ হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে। শুভেন্দু বলেন, উনি মেরুকরণের রাজনীতি করেন। বাংলাদেশে দুর্গাপুজোর সময় যে ঘটনা ঘটেছিল, তখন কোনও মন্তব্য করেননি বলে জানিয়ে শুভেন্দু বলেন, মমতা কোনও কথা বলেননি। বাংলাদেশ বন্ধু রাষ্ট্র বলে উল্লেখ করেছেন। শুভেন্দু বলেন, আজ দুর্গাপুজো নিয়ে বড় বড় কথা বলছেন। অথচ চার বছর আগে মহরমের জন্য বিজয়া পিছিয়ে দেওয়া হয়ছিল। এদিন মমতাকে মিথ্যাবাদী বলে অভিহিত করেন শুভেন্দু। সিঙ্গুরে ধর্না চলাকালীন তাঁকে  ট্রাক দিয়ে মারতে চেয়েছিলেন বলে অভিযোগ মমতার। এ দিন সে প্রসঙ্গের অবতারণা করে শুভেন্দু বলেন, সিঙ্গুরে মমতা ১৫ দিন বসেছিলেন। বুদ্ধদেববাবু ছিলেন বলেই বসতে পেরেছিলেন। অন্য কেউ বললে পারতেন না। আবার বলে আমাদের ট্রাক দিয়ে মারতে এসেছিল! এত বড় মিথ্যেবাদী! 

{link}
অর্থাৎ প্রকৃত বিরোধী দলনেতার মতোই ময়দানে নেমে কাজ করছেন শুভেন্দু অধিকারী। কারন প্রতিপক্ষ দলেরই একসময়ের অন্যতম গুরুত্বপূর্ন অঙ্গ ছিলেন তিনি। আজই ময়দানে তিনি তাদেরই প্রতিপক্ষ। সেই কারনেই নিজ প্রাক্তন দলের দুর্বল স্থানগুলি সম্পর্কে জানেন তিনি। এখন তার এই প্রচার পুরসভা নির্বাচনে বিজেপিকে সিট এনে দিতে পারে কি না, তাই দেখার বিষয়। 
{ads}

news politics Firhad Hakim Suvendu Adhikari TMC BJP Durga Puja Kolkata Corporation election West Bengal India রাজনীতি সংবাদ

Last Updated :