header banner

হেরো গৌতমকেই সংগঠন বিস্তারের কাজে গোয়া পাঠাল তৃণমূল

article banner

একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে সংগঠন বিস্তার করতে উথে-পরে লেগেছেন তৃনমুলের সর্বভারতীয় সাধারন সম্পাদক  অভিষেক ব্যানার্জি। বাঙালি অধ্যুষিত  ত্রিপুরা রাজ্যে মিশন সফল হয়েছে তৃনমুলের। এবার গোয়ার টার্গেট করে হেরো গৌতমকেই সংগঠন বিস্তারের কাজে গোয়া পাঠাল তৃণমূল। জোড়াফুল শিবির সূত্রে খবর, সংগঠন বিস্তারের কাজে স্বাচ্ছন্দ্য বোধ করায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আরব সাগরের তীরের এই ছোট্ট রাজ্য জয়ে পাঠানো হয় তাঁকে। গোয়ায় গিয়েই কাজ শুরু করে দিয়েছেন গৌতম। তাঁর উপস্থিতিতেই সোমবার তৃণমূলে যোগ দেন ড্যানিয়েল ডি সুজা, সন্তোষ মানড্রেকর সহ আরও বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব।  

{link}

তৃতীয়বারেও বাংলা বিজয় সফল হতেই তামাম ভারতে সংগঠন গড়তে উঠেপড়ে লাগেন তৃণমূল নেতৃত্ব। ইতিমধ্যেই ত্রিপুরায় সংগঠন গড়ে তুলতে সফল হয়েছে তৃণমূল। বিপ্লব দেবের রাজ্যে পায়ের তলায় মাটি পেতে আগরতলায় মাটি কামড়ে পড়ে রয়েছেন তৃণমূল নেতারা। ত্রিপুরার দখল নিতেই মূলত প্রয়াত সন্তোষমোহন দেবের কন্যা সুস্মিতা দেবকে দলে নিয়েছেন তৃণমূল নেতৃত্ব।  

কেবল বাঙালি অধ্যুষিত ত্রিপুরা নয়, উত্তর-পূর্বের ছোট ছোট রাজ্যগুলিতেও সংগঠন বিস্তারের চেষ্টা করছে তৃণমূল। আরব সাগরতটের ছোট্ট রাজ্য গোয়ায় সংগঠন বিস্তারের চেষ্টাও চলছে। ইতিমধ্যেই গোয়ার দু বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফ্যালেইরো কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছেন তৃণমূলে। 

{link}

এর পরেই গোয়ায় সংগঠন গড়তে কোমর কষে নামে তৃণমূল। সংগঠন গড়তে পাঠানো হয় গৌতম দেবকে। একুশের বিধানসভা নির্বাচনে ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রে বিজেপি প্রার্থীর কাছে হেরে যান গৌতম। এর পরেই তাঁকে লাগানো হয় সংগঠন গড়ার কাজে। দলের তরফে নির্দেশ পেয়ে গোয়া উড়ে যান তিনি। গোয়ায় পাঠানো হয়েছে তৃণমূলের তারকা নেতা সোহম চক্রবর্তীকেও। পুজোর আগে পর্যন্ত গৌতম গোয়ার দায়িত্বই সামলাবেন বলেই তৃণমূল সূত্রে খবর। ইতিমধ্যেই কলকাতাতে এসে তৃনমুলে যোগ দিয়েছেন লুইজিনহো ফালেইরো। তারপর একে একে দুজন খেলোয়াড় যোগ দিয়েছেন তৃনমুলে। গোয়ায় সংগঠন বিস্তারের কাজে আপাতত লেগে আছেন গৌতম।

{ads} 

 

news politics Goa Mamata Banerjee Abhishek Banerjee TMC BJP Congress Luizinho Faleiro Cheif Minister Tripura Biplab Deb Kolkata West Bengal India

Last Updated :