header banner

গোয়াকে সিঙ্গাপুর বানানোর স্বপ্ন দেখাতে শুরু করেছে তৃণমূল

article banner

গোয়া জয়ের লক্ষ্যে ক্রমশ আরও কোমর কষে নামছে ঘাসফুল শিবির। এবার সূত্রের খবর পর্যটনের উপরেও বিশেষভাবে জোর দিতে চলেছে বঙ্গের শাসকদল। ২০১১ সালে ক্ষমতায় আসার আগে দিঘাকে গোয়া বানানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিংকে সুইজারল্যান্ড বানানোর প্রতিশ্রুতিও মিলেছিল। ক্ষমতায় আসার পর সৈকত শহর দিঘার হাল ফেরাতে চেষ্টার কসুর করেননি তিনি। দার্জিলিংয়ের ভোলও বদলেছেন অনেকখানি। এবার তৃণমূল নেত্রীর ধাঁচে গোয়াকে সিঙ্গাপুর বানানোর স্বপ্ন দেখাতে শুরু করেছেন তৃণমূলের ভাবী মুখ্যমন্ত্রী লিয়েন্ডার পেজ!    


একসময় দিঘা যেতে বাস বুক করতে হতো। এক সঙ্গে অনেকজনকে জড়ো করে বাস ভাড়া করে যেতে হতো দিঘা। সেই দিঘাই এখন ট্রেনে যাওয়া যায়। দিনের দিন গিয়েও ফিরে আসা যায়। হরেক কিসিমের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এই সৈকত শহরে। দার্জিলিং হয়তো সুইজারল্যান্ড হয়ে যায়নি। তবে এ কথা ঠিক আগের তুলনায় ভোল বদলেছে দার্জিলিংয়ের। দুর্গম পথ হয়েছে সুগম। এ কথা স্বীকার করবেন অতি বড় নিন্দুকও। 

{link}
ক্ষমতায় এলে তৃণমূল নেত্রীর মতোই গোয়াকে সিঙ্গাপুর বানোনোর প্রতিশ্রুতি দিচ্ছেন প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। লিয়েন্ডারের প্রতিশ্রুতি শুনে বিরোধীরা বলছেন, গত দশ বছরে কোনও উন্নতিই হয়নি দিঘা কিংবা দার্জিলিংয়ের। তাই গোয়া আদৌ সিঙ্গাপুর হবে কিনা, সে সন্দেহ উসকে দিয়েছেন বিরোধীরা। 


প্রসঙ্গত, তৃণমূল নেত্রীর কথায় ইঙ্গিত পেয়েছিলেন তিনিই হচ্ছেন গোয়ার পরবর্তী মুখ্যমন্ত্রী। তাই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। এখনও দিনক্ষণ ঘোষণা হয়নি গোয়া নির্বাচনের। ভোট হতে পারে নতুন বছরের ফেব্রুয়ারির দিকে। দলনেত্রীর কাছ থেকে ইঙ্গিত পেয়ে ময়দানে নেমে পড়েছেন লিয়েন্ডার। সাধারণ মানুষের দোরে দোরে ঘুরে তিনি জানতে চাইছেন তাঁদের সুবিধা-অসুবিধার কথাও।

{link}
স্বাভাবিক ভাবেই একথা স্পষ্ট যে মুখ্যমন্ত্রীর কথায় গোয়ায় মুখ্যমন্ত্রী হওয়ার ইঙ্গিত পেয়েই অনেকটা মনোবল বৃদ্ধি পেয়েছে লিয়েন্ডার পেজ-এর। সেই কারনেই জোরকদমে প্রচারেও নেমে পড়েছেন তিনি। বিজেপির জমি এখন তার আলগা করতে সক্ষম হবেন কি না তাও দেখার বিষয়। যদিও একথা কার্যত স্পষ্ট যে সেয়ানে সেয়ানে লড়াই কিন্তু শুরু হয়ে গেছে। 
{ads}

news politics Goa Singapore Leander Paes Mamata Banerjee TMC Trinamool Congress BJP West Bengal India রাজনীতি সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article